রাজ্য বিদুৎ দপ্তরে সুপারভাইজার সহ বহু পদে চাকরির সুযোগ, এখনই আবেদন করে ফেলুন – WBPDCL Job Recruitment
WBPDCL Job Recruitment : পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL) তরফে ইলেকট্রিক্যাল সুপারভাইজার সহ অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 63 বছর। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা- পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। WBPDCL Job Recruitment
পদের নাম:
পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL) তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
- • ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদ।
- • জুনিয়র কনসালটেন্ট পদ।
- ইলেক্টিক্যাল সুপারভাইজার
- সুপারিন্টেন্ডেন্ট
- হেল্থ অফিসার
- অন্যান্য পদ
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
শূন্য পদের সংখ্যা:
পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL) তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ২৮ টি। পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
Recruitment Department | WBPDCL Department |
Posts Name | Various |
Qualification | As Per Posts |
Age Limit | Maximum 63 Years |
Application Mode | Online |
Last Date Of Application | 8 March 2025 |
শিক্ষাগত যোগ্যতা:
- পরামর্শক পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের এমবিএ (এইচআর) বা পিজি ডিপ্লোমা / ডিগ্রি সহ যেকোনো বিষয়ে স্নাতক সম্পূর্ণ করতে হবে।
- এজেন্ট পদে আবেদনকারীকে ফুল টাইম 4 বছর B.E. বা বি. টেক। ডিগ্রি / ইন্টিগ্রেটেড এম. টেক। / ডুয়াল-ডিগ্রী বি. টেক – এম. টেক। প্রোগ্রাম / B. Sc. – বি টেক বি.টেক সম্পূর্ণ করতে হবে।
- ম্যানেজার পদে আবেদনের জন্য মাইনিং ইঞ্জিনিয়ারিং / AMIE যেকোন ইনস্টিটিউট থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সম্পন্ন করতে হবে।
- জুনিয়র কনসালট্যান্ট পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (এইচআর) বা পিজি ডিপ্লোমা/ডিগ্রি (2 বছরের ফুলটাইম কোর্স) পার্সোনেল ম্যানেজমেন্ট এবং আইআর বা এমএসডব্লিউ বা ডিএসডব্লিউ বা এমএইচআরএম সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- জুনিয়র কনসালটেন্ট পদে আবেদনকারী মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রী/ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদনের জন্য B.E. বা বি. টেক। ডিগ্রি / ইন্টিগ্রেটেড এম. টেক। / ডুয়াল-ডিগ্রী বি. টেক – এম. টেক প্রোগ্রাম / B. Sc. – বি টেক বি.টেক সম্পূর্ণ করতে হবে।
- ব্লাস্টিং-ইন-চার্জ পদে আবেদনের জন্য B.E. বা বি. টেক ডিগ্রি / ইন্টিগ্রেটেড এম. টেক। / ডুয়াল-ডিগ্রী বি. টেক – এম. টেক প্রোগ্রাম / B. Sc. – বি টেক বি.টেক প্রয়োজন রয়েছে।
- সহকারী খনি সুপারিনটেনডেন্ট পদে আবেদনকারী B.E. বা বি. টেক। ডিগ্রি / ইন্টিগ্রেটেড এম. টেক। / ডুয়েল ডিগ্রী বি. টেক – এম. টেক প্রোগ্রাম / B. Sc প্রয়োজন রয়েছে।
- সুপারভাইজিং অফিসার পদে আবেদনকারী স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি/ পিজি ডিপ্লোমা/ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।
- স্বাস্থ্য কর্মকর্তা পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে।
- সুপারিনটেনডেন্ট পদে আবেদনকারী ইনস্টিটিউট থেকে বৈদ্যুতিক প্রকৌশল/মাইনিং মেশিনারিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।
সুখবর! রেলে TC সহ 32 ধরনের পদে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে আবেদন করুন – Railway Job Recruitment
মাসিক বেতন:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। নূন্যতম মাসিক বেতন 29,000 টাকা থেকে সর্বোচ্চ 94,000 টাকা প্রদান করা হবে।
ফের ভূমি দপ্তরে বিপুল ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে শুধু ইন্টারভিউ দিন – WB Govt Job Recruitment
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য চাকরি প্রার্থীকে সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে।
আবেদন তারিখ:
১৭ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে ০৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা যথা সময় আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।
অফিসিয়াল নোটিশ | ডাউনলোড |
অফিসিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |