রাজ্যে ঝড়বৃষ্টি সহ বজ্রপাত জেলায় জেলায়, আজই শুরু, দেখুন নিজের জেলার আবহাওয়া কেমন? -WB Weather Update Today

WB Weather Update Today : ক্যালেন্ডারে এখনও চৈত্র মাস পরেনি, এদিকে জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ থেকে বেশ কয়েক জেলার উপর আছড়ে পরতে চলেছে ঝড়বৃষ্টি। এদিকে কেবল গরমের শুরু তাতেই তাপমাত্রা বেড়েই বেড়েই চলেছে। দক্ষিণবঙ্গে বহু জেলায় তাপমাত্রা চুয়েছে ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক জাাননো হয়েছে, বেশ দিন তাপ প্রবাহের ইঙ্গিত রয়েছে। মূলত রাজ্যের বাকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় এই তাপপ্রবাহ চলতে পারে বলে আবহওয়া দপ্তর কর্তৃক ইঙ্গিত। WB Weather Update Today 

wb weather update today

অবিলম্বে পশ্চিমা ঝঞ্ঝা শুরু হচ্ছে :

যদিও ইতিমধ্যে আবহাওয়া শান্ত মনে হচ্ছে তবে অবিলম্বে আবহাওয়ার বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। চৈত্র মাসের আগমন কালে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আছরে পরতে চলেছে ঝড়বৃষ্টি। জানা গিয়েছে, ফের নতুন করে পশ্চিমা ঝঞ্ঝা আগমন ঘটতে চলছে। আবহাওয়া দপ্তর কর্তৃক এও জানানো হয় যে, এই ঝঞ্ঝা আজ থেকেই শুরু হতে চলেছে এবং চলবে বেশ কয়েকদিন। 

বেশ কয়েকটি ঘূর্ণবাতের অবস্থান :

আরও জানা গিয়েছে, এই মূহুর্তে সেই ঘূর্ণবাতের অবস্থান অসম ও রাজস্থানে রয়েছে। এছাড়াও আরও একটি ঘূর্ণবাত অবস্থান করে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এছাড়াও অন্য একটি অবস্থান করে রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে হরিয়ানা অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত রয়েছে। জানা যায়, ঠিক এই কারনে আজ থেকে ৬ জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে। তাহলে চলুন আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট খবর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। 

দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট 

আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক জানানো হয় দক্ষিণ বঙ্গে আজ আকাশ পরিস্কার থাকবে। কোথাও কোনো ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেশ কয়েক জেলায় আবহাওয়া বেশ শুষ্ক থাকবে। এই আবহাওয়া বিরাজ করবে আগামী বেশ কয়েকদিন। সকাল থেকে যত বেলা বাড়বে তাপমাত্রা ততই বৃদ্ধি পেতে থাকবে এবং সেই তাপমাত্রা ছড়াতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর বেশি। জানা গিয়েছে, আগামী ৩ দিন কলকাতা র তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে এবং কিছু জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে। 

আজ থেকেই শুরু ঝড়বৃষ্টি :

তবে দক্ষিণবঙ্গের ঠিক উল্টো আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গে। কেননা আগামী তিনদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ থেকে শুরু হতে চলেছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে, উত্তরের ৬ জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০-৪০ কিমি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই কয়েক জেলায়। এই আবহাওয়া বিরাজ করতে পারে আগামী রবিবার পর্যন্ত। তবে দক্ষিণ দিনাজপুর ও মালদহ এর আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আরও পড়ুন :  অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুসংবাদ! দ্বিগুণ বেতন বৃদ্ধি, দেখুন বিস্তারিত – WB Govt Employees Salary Update

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button