রাজ্যে বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রশিক্ষণ, ফ্রী ট্রেনিং ও পাবেন ভাতাও -WB University Internship Recruitment
Wb University Internship Recruitment
WB University Internship Recruitment : এবার রাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগে ২০২৫ সালের জন্য একটি ছাত্র ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। এই ইন্টার্নশিপটি একটি সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পের অধীনে অনুষ্ঠিত হবে, যা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (SERB) দ্বারা ফান্ডেড হবে। যেসব ছাত্রছাত্রী ভূতত্ত্বে আগ্রহী এবং ভবিষ্যতে গবেষণা করতে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে চলেছে । যারা আগ্রহী তারা আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

ইন্টার্নশিপের নাম: স্টুডেন্ট ইন্টার্ন
প্রতিষ্ঠান : যাদবপুর বিশ্ববিদ্যালয় অধিকর্তা ড. দীপক সি পাল, অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ প্রকল্প অর্থায়নকারী
সংস্থা: SERB
ইন্টার্নশিপের মেয়াদ: ২ মাস স্টাইপেন্ড প্রতি মাসে ৫,০০০ স্থান :কলকাতা, পশ্চিমবঙ্গ
এই প্রকল্পটি মূলত Singhbhum Shear Zone (Eastern India) এলাকায় অবস্থিত pyrite-এর geochemical এবং isotope বিশ্লেষণ নিয়ে কাজ করবে। এতে iron এবং sulphur isotope systematics-এর উপর গভীর পর্যবেক্ষণ করা হয়ে থাকে , যা গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক তথ্য প্রদান করে থাকে।
আবেদন পদ্ধতি :
এক্ষেত্রে যে সকল প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার অধিকারী তারা অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে একটি পিডিএফ ফাইলের মাধ্যমে নিম্নলিখিত ডকুমেন্টস সহ আবেদন জমা করতে হবে।
জরুরি ডকুমেন্টস সমূহ :
১. বায়োডাটা বা সিভি
২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র
৩. জন্মতারিখের প্রমাণ বা বয়সের প্রমাণ
৪. পরিচয়পত্রের ফটোকপি যেমন আধার বা ভোটার কার্ড
৫. পূর্ববর্তী গবেষণা কাজ বা প্রাসঙ্গিক প্রকল্প (যদি থাকে)
সুযোগ নিতে যোগ্যতা ও শর্তাবলী সমূহ :
প্রয়োজনীয় যোগ্যতা: আবেদনকারীকে ভূতত্ত্ব বা প্রয়োগিক ভূতত্ত্বে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত হতে হবে। স্নাতক এবং (যদি প্রযোজ্য) স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০% নম্বর থাকা আবশ্যক।
অন্যান্য যোগ্যতা (ইচ্ছাকৃত): আয়রন অর জিওলজি এবং isotope geochemistry-এর উপর মৌলিক জ্ঞান থাকতে হবে । গবেষণায় আগ্রহ এবং তথ্য বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে ।
আবেদন পাঠানোর ইমেইল: dipakc.pal@jadavpuruniversity.in
আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৫
নিয়োগ পদ্ধতি : যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্ট হওয়া প্রার্থীদের সঙ্গে Google Meet-এর মাধ্যমে অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে। বাছাই কৃত প্রার্থীদের ইমেইলের মাধ্যমে ফলাফল জানানো হবে।
এই ইন্টার্নশিপ কেন করবেন?
বাস্তব গবেষণা অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন। একাডেমিক প্রোফাইলে যুক্ত করার মতন গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সার্টিফিকেট পাবেন। ভবিষ্যতে স্কলারশিপ বা উচ্চতর গবেষণার জন্য সহায়ক মাসিক স্টাইপেন্ড সহ হাতে-কলমে শেখার সুবিধা পাবেন।
যারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বে গবেষণা ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করতে চান? তাদের জন্য Jadavpur University Internship 2025 হতে পারে এক বিরাট সুযোগ। সময়সীমা খুবই কম, তাই দেরি না করে এখনই আপনার আবেদন প্রস্তুত করে জমা করে দিন।

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.