OBC সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের বিরাট উদ্যোগ, এদের বাতিল করবে খোদ সরকারই – WB Govt OBC Case Update
WB Govt OBC Case Update : সামনে বিধানসভা ভোট, তাই ভোটের আগে রাজ্য সরকার নিজেদের ভাবমূর্তি সচ্ছ করতে চেষ্টা করছেন। কিন্তু সুপ্রিম কোর্টের ওবিসি মামলা চলার দরুন এই নিয়োগ প্রক্রিয়া গুলি সম্পূর্ণ করতে পারছেন না রাজ্য সরকার। তাই রাজ্য সরকার ওবিসি মামলাটি যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে চাইছেন। তবে মামলাটি যেহেতু সুপ্রিম কোর্ট চলছে তাই রাজ্য সরকারের সেখানে হস্তক্ষেপ করার কোন জায়গা নেই। তাই বর্তমানে রাজ্য সরকার ওবিসি মামলা সংক্রান্ত নতুন এক জরিপের উদ্যোগ গ্রহণ করেছেন।
নিম্নে এই জরিপ সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আপনি যদি ওবিসি মামলা নিয়ে চিন্তিত থাকেন তাহলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে রাজ্য সরকারের ওবিসি মামলা নিয়ে নতুন উদ্যোগ সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো।
OBC সার্টিফিকেট বাতিল মামলা:
রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগে গত বছর মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশে ২০১০ সাল থেকে জারি করা সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রায়ের পর রাজ্যের OBC সার্টিফিকেটধারী প্রায় ১২ লক্ষ মানুষকে প্রভাবিত হয়েছেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই ওবিসি সার্টিফিকেট গুলোর সম্পূর্ণ অবৈধ, কোনভাবেই সার্টিফিকেট গুলির বৈধতা স্বীকার করা যায় না।
তবে হাইকোর্টের এই নির্দেশকে রাজ্য সরকার অস্বীকার করে এবং প্রতিক্রিয়ায়, রাজ্য সরকার হাইকোর্টের এই রায়কে স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। তবে, সুপ্রিম কোর্ট এখনও হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি এবং মামলাটি এখনো হাইকোর্টের প্রধান বিচারপতির অধীনেই বিচারাধীন রয়েছে। এই মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্য সরকার বেশ চাপের মধ্যে রয়েছে। কারণ সুপ্রিম কোর্টের ওবিসি মামলা সংক্রান্ত এই রায় ঘোষনা না হওয়া পর্যন্ত রাজ্য সরকার বেশ কয়েকটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন না। তাই রাজ্য সরকার বর্তমানে নতুন এক জরিপ পদ্ধতি অবলম্বন করেছে।
রাজ্য সরকারের নতুন জরিপের উদ্যোগ:
বর্তমানে রাজ্য সরকার ওবিসি মামলা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নতুন এক জরিপের উদ্যোগ গ্রহণ করেছেন। জানা গিয়েছে গত ৮ই মার্চ থেকে এই জরিপের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার জেলা কর্মকর্তাদের এই জরিপ পরিচালনা করার জন্য দল গঠনের নির্দেশ দিয়েছে। এই জরিপে কোন সাব ক্যাটাগরির মানুষ ওবিসি সুবিধা পাওয়ার যোগ্য তা চিহ্নিত করা হবে যা ওবিসি সার্টিফিকেট সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।
সূত্র মারফত খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী কার্যালয় নবান্ন থেকে দেওয়া নির্দেশ মোতাবেক স্থানীয় কর্মকর্তাদের প্রতিটি ব্লক এবং মহকুমায় কর্মী এবং কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এরাই এই সমীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। সমীক্ষা সঠিকভাবে পরিচালিত হলে ওবিসি মামলার জটিলতা সমাধানের দিকে এগিয়ে যাবে বলে আশা করছেন রাজ্য সরকার।
পরিশেষে বলা বর্তমানে রাজ্য সরকার বেশ কয়েকটি নিয়োগ দুর্নীতি মামলায় ফেসে রয়েছেন, এই মামলাগুলির কারণে রাজ্য সরকারের ভাবমূর্তি যথেষ্ট ক্ষুন্ন হয়েছে। তাই বর্তমানে দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া দিকে হাটতে চাইছে রাজ্য সরকার। তবে ওবিসি মামলা সংক্রান্ত জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন করে উঠতে পারছেন না। এর ফলে রাজ্যের বেকার যুবক যুবতীরা বেশ সমস্যার সম্মুখীন হয়েছে। তাই রাজ্য সরকার নতুন জরিপ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ওবিসি মামলা দ্রুত নিষ্পত্তি করতে চাইছে। এই সংক্রান্ত পরবর্তী আরো বিস্তারিত তথ্য প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
আমরা প্রতিনিয়ত এই পোর্টালের মাধ্যমে নতুন নতুন চাকরির খবর, সরকারি প্রকল্পের খবর, ব্যবসা সংক্রান্ত আপডেট ও নানা ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
মাত্র 195 টাকায় 3 মাসের দারুণ সুবিধা! জিও-র গ্রাহকদের জন্য দারুণ সুসংবাদ – Jio Dhamaka Offer