পশ্চিমবঙ্গ মূল্যায়ন বোর্ডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WBVB Job Recruitment

WBVB Job Recruitment : এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে ফের এক নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ মূল্যায়ন অর্থাৎ মূল্য নির্ধারণ দপ্তর কর্তৃক এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন যদি তাদের উপযুক্ত যোগ্যতা থাকে। মহিলা কিংবা পুরুষ সকল চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য দারুন সুসংবাদ। আসুন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। WBVB Job Recruitment 

wbvb jib recruitment

প্রথমে শূন্য পদ ও তার সম্পর্কে আলোচনা করা যাক : 

পশ্চিমবঙ্গ মূল্য নির্ধারণ বোর্ড কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এক্ষেত্রে দু ধরনের পদে নিয়োগ করা হবে। 

  1. ভ্যালুয়েশন অফিসার 
  2. ফিল্ড অফিসার 

 

যোগ্যতা সমূহ : উপরোক্ত দুই পদে আবেদন করতে প্রার্থীদের বয়স থাকা চাই সর্বাধিক ৬২ বছর কিংবা তার নিচে। অবশ্যই প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। উপরোক্ত পদগুলোতে আবেদন করতে উপযুক্ত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন অথবা নিচে যোগ্যতা সম্পর্কে স্ক্রিনশট দেওয়া রয়েছে তা দেখে নিন। 

মাত্র ৫ হাজার বিনিয়োগে ৮ লক্ষ টাকা পেতে পারেন! পোস্ট অফিসের এই স্কিমে আবেদন করুন – Post Office Scheme

 

মাসিক বেতন কাঠামো : যে সকল প্রার্থীরা পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ড এর সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের পদ অনুযায়ী মাসিক বেতন আলাদা দেওয়া হবে। ভ্যালুয়েশন অফিসার পদের জন্য মাসিক বেতন ১৫ হাজার টাকা এবং ফিল্ড অফিসার পদের জন্য মাসিক বেতন ১২ হাজার টাকা দেওয়া হবে। 

Recruitment BoardWBVB Recruitment
Post NameValuation Officer and Field Officer
Age LimitMaximum 62 Years
Application ModeNA
Recruitment ProcessWalk In Interview
Date Of Interview18 February 2025

 

এবার প্রশ্ন হল কিভাবে আবেদন করা যাবে : 

যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের আগে কোন আবেদন পত্র জমা করতে হবে না। তবে প্রার্থীদের অবশ্যই একটি বায়োডাটা প্রস্তুত করে রাখতে হবে যা ইন্টারভিউ তে নিয়ে উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের জন্য সরাসরি ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে সে ইন্টারভিউ এ সমস্ত জরুরি ডকুমেন্টস এবং নিজের বায়োডাটা বা আবেদন পত্র নিয়ে উপস্থিত থাকতে হবে। প্রার্থীরা ইন্টারভিউ বা সাক্ষাৎকারে ভালো সাফল্য করলে পরবর্তীতে তাকে মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে। অবশ্যই প্রার্থীদের যথাসময়ে এর আগে উপস্থিত হওয়া দরকার। 

 

নিয়োগ প্রক্রিয়া :

যে সমস্ত প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার অধিকারী এবং এক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এ উপস্থিত হওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি ও অরিজিনাল সহ আবেদন পত্র নিয়ে রেডি থাকতে হবে। সঠিক সময়ে সঠিক তারিখে যথাস্থানে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে তবে তার আগে অফিসিয়াল নোটিশ থেকে যে সমস্ত যোগ্যতা চাওয়া হয়েছে তার পরিপূর্ণতা দেখে নিতে হবে। 

 

জরুরী ডকুমেন্টসমূহ : প্রার্থীরা যেদিন ইন্টারভিউ উপস্থিত হবেন সেদিন আবেদনপত্র সহ নিজের প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস চাপ পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণবা যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে উপস্থিত হতে হবে –

  • প্রার্থীর বয়সের প্রমাণপত্র হিসাবে ডকুমেন্টস 
  • শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 
  • পরিচয় পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড 
  • পাসপোর্ট সাইজের ছবি 
  • পূর্ব কাজের অভিজ্ঞতার ডকুমেন্টস 
  • পিপিও 
  • এছাড়াও অন্যান্য জরুরি ডকুমেন্টস যারা যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

 

ইন্টারভিউর তারিখ ও সময় : প্রার্থীদের জন্য ইন্টারভিউ এর তারিখ ধার্য করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ। ঐদিন প্রার্থীকে সকাল ১১ঃ৩০ মিনিট এর আগে ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে। এই সময়ের পরে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। 

 

ইন্টারভিউ এর স্থান ও নিয়োগের সংস্থা : ইন্টারভিউ এর স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে – West Bengal Valuation Board, Office Poura Prasashan Bhavan, 2nd Floor, DD-1, Sector-1,Salt Lake City, Kolkata – 700064

 

আমরা এই প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বা অসম্পূর্ণ তথ্য দিয়ে রচনা করেছি। আমাদের উদ্দেশ্য হলো চাকরির প্রার্থীদের কাছে শুধু খবর পৌঁছে দেওয়া বাকি যোগ্যতা অথবা অন্যান্য যাচাই করার জন্য অফিশিয়াল নোটিশ ডাউনলোড লিংক দেওয়া রয়েছে । খবর পাওয়া মাত্রই আগ্রহী প্রার্থীরা আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিবেন এবং বিস্তারিত জেনে নিবেন। অফিসিয়াল নোটিশ অনুযায়ী যোগ্যতার পরিপূর্ণ হলে তাহলেই এই নিয়োগের ক্ষেত্রে আপনি অংশগ্রহণ নিতে পারেন। 

 

আমরা চাকরির প্রার্থীদের উদ্দেশ্যে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের আপডেট অথবা বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত ও ব্যবসার সংক্রান্ত আপডেট নিয়ে আসি। আমাদের উদ্দেশ্য হলো বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান সহ কর্মমুখী করার জন্য কিছু উপকারী তথ্য প্রদান করা। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এবং প্রতিনিয়ত এই সমস্ত খবর সবার আগে পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট অনলাইনে রেগুলার ভিজিট করতে পারেন।

অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন 

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button