রাজ্য সরকারের প্রচুর Group C ও D পদে নিয়োগ, শুধু অষ্টম পাশে ২৩ জেলা থেকে সুযোগ – WB Govt Job Recruitment
WB Govt Job Recruitment : পশ্চিমবঙ্গ জেলা আদালতে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জেলা আদালতে গ্রুপ সি ও ডি পদে চাকরির সুযোগ। মহিলা ও পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ সহ দেশের নাগরিক হলে আবেদন জানাতে পারবেন। অষ্টম থেকে উচ্চ যোগ্যতা থাকলে এই পদ গুলিতে আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হল। নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল। WB Govt Job Recruitment
পদের নাম সমূহ : নিচে পদ গুলির নাম উল্লেখ করা হলো –
- স্টেনোগ্রাফার গ্রেড ৩
- লোয়ার ডিভিশন ক্লার্ক
- গ্রুপ ডি
- প্রসেস সার্ভার
শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গ জেলা আদালতের এই নিয়োগের জন্য আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম অষ্টম পাশ বা তার সমতুল্য। এছাড়াও স্টেনোগ্রাফার ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস বাতা সমতুল্য থাকতে হবে।
বয়স সীমা : যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায়, সে সমস্ত চাকরিপ্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। তবে স্টেনোগ্রাফার পদের জন্য সর্বাধিক বয়স থাকতে হবে 35 বছর।
মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে পদ অনুযায়ী আলাদা আলাদা। তবে নূন্যতম পদের জন্য মাসিক বেতন শুরু হবে ১৭ হাজার থেকে এবং সর্বোচ্চ পদের জন্য মাসিক বেতন শুরু হবে ৩২ হাজার টাকা পর্যন্ত।
Recruitment By | District Court |
Post Name | Stenographer, LDC,Group D and Process Server |
Educational Qualifica | 8th /10th Passed ( For LDC And Stenographer Computer Knowledge) |
Age Limit | 18-40 ( For Stenographer Maximum Age 35 Years) Age Relaxation As Per Govt Rules |
Application Mode | Online |
Application Deadline | 28 February 2025 |
রাজ্যে TET ছাড়াই প্রাইমারি শিক্ষক ও TGT,PGT শিক্ষক নিয়োগ, এখনই আবেদন করুন – WB Teachers Job Recruitment
আবেদন পদ্ধতি : প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন –
- অনলাইন মাধ্যমে আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
- প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে
- এরপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসপোর্ট দিয়ে লগইন করে পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
- এরপর জরুরি প্রয়োজন মতো ডকুমেন্টস আপলোড করতে হবে
- এরপর আবেদন ফী জমা করতে হবে। ক্যাটাগরি ও পদ অনুযায়ী আলাদা আলাদা হবে।
- এরপর ফাইনাল সাবমিট করতে হবে
নিয়োগ প্রক্রিয়া :
সফল ভাবে আবেদনকারীদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কিছু পদের জন্য কম্পিউটার টেস্ট নেওয়া হবে।
রাজ্যে 51 ব্লকে একসঙ্গে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিপুল নিয়োগ! জেলা পরিষদের তরফে বিজ্ঞপ্তি – WB Govt BDO Office Job Recruitment
আবেদন করার শেষ তারিখ : এক্ষেত্রে অনলাইন আবেদন আবেদন পত্র জমা করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন –
অফিসিয়াল নোটিশ | ডাউনলোড |
অনলাইন আবেদন | ভিজিট করুন |
বঙ্গসাথী চাকরি প্রার্থীদের সুবিধার্থে এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরির খবর যাবে বিভিন্ন সোর্স থেকে যেমন রাজ্য সরকারের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট এবং কেন্দ্র সরকারের বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে থাকি। তারপর এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিবেদন রচনা করে থাকি। কিন্তু প্রতিবেদন রচনা করতে কিছু তথ্য ছাড়া পড়তে পারে তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনেনিবেন। কারন আমরা যথেষ্ট চেষ্টা করেও যদি তথ্য অসম্পূর্ণ থেকে থাকে তার জন্য অনুগ্রহ করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন