রাজ্য সরকারি কর্মীদের জন্য সুসংবাদ! জারি হচ্ছে সপ্তম পে কমিশন? দেখুন বিস্তারিত – WB Govt Employees Salary Update
WB Govt Employees Salary update : পশ্চিমবঙ্গ এর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অবশেষে দারুন সুসংবাদ আসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। আমরা সকলে জানি বর্তমানে বাজার খুবই গরম থাকে অর্থাৎ অল্প কিছু ক্রয় করলে প্রচুর টাকা হাত খসে যায়। এমন অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের পুরনো পে কমিশন অনুযায়ী বেতন পেতে হচ্ছে। শুধু তাই নয় এর পাশাপাশি এখনো পর্যন্ত কেন্দ্রের হারে ডিএ পাচ্ছে না রাজ্য সরকারি কর্মীরা। ঠিক অন্যদিকে কেন্দ্র সরকারের তরফে বর্তমানে লাঘু করা হয়েছে অষ্টম পে কমিশন যেখানে রাজ্য সরকারের কর্মীরা পাচ্ছে ষষ্ঠ পে কমিশন অনুযায়ী বেতন। এর পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএ নিয়ে অনেক ফারাক রয়েছে। তাই রাজ্য সরকারি কর্মীদের তরফ থেকে ক্ষণে ক্ষণে নানা রকম ক্ষোভ প্রকাশ মূলক আন্দোলনও দেখা দিয়েছে। তবে অবশেষে জানা যাচ্ছে এই সমস্ত নামাজের বিবেচনা করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর আসতে চলেছে।
রাজ্যে সপ্তম পে কমিশনের গঠনের আভাস :
পশ্চিমবঙ্গ সরকার এর অধীনে বিভিন্ন সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত বাম আমলের সময় থেকে থাকা পে কমিশন অনুযায়ী বেতন কাঠামো আগামীগেও নির্ধারিত হতে চলেছে । রাজ্যের দীর্ঘদিন ধরে পে কমিশন নিয়ে আন্দোলন চলছিল কিন্তু এখনো পর্যন্ত নতুন সে কমিশন চালু করা হয়নি। এবার হোলের পরে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে বলে এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে।
রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মীদের বেতনের তারতম্য :
সরকারি কর্মচারীদের পে কমিশন বৃদ্ধি হলে অনেকটাই বেতন বাড়বে এমনটাই অনুমান করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এক ধাক্কায় প্রচুর বেতন বৃদ্ধি পেতে পারে বলে এ ধারণা করা হচ্ছে। কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য কিছু শতাংশ ডুএ বৃদ্ধি করা হলেও তা রাজ্য সরকারি কর্মীদের মন শান্ত করতে পারেনি। তাদের দীর্ঘদিনের দাবি হলো তাদের পে-কমিশন কেন্দ্রীয় পে কমিশন অনুযায়ী করা দরকার যেখানে রাজ্য সরকার দিচ্ছে ষষ্ঠ পে কমিশন অনুযায়ী বেতন সেখানে কেন্দ্র সরকার আগামী বছরের প্রথম মাস থেকে অষ্টম পে কমিশন অনুযায়ী বেতন দিতে চলেছেন। কাজে রাজ্য এবং কেন্দ্রের সরকারি কর্মীদের মধ্যে বেতন নিয়ে অনেকটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে।
বর্তমানে বেতন কাঠামোর অবস্থা
তবে বর্তমান দিনে নিজের পরিবার এবং অন্যান্য খরচ পরিবহন করতে অবিলম্বে নতুন পে-কমিশন অনুযায়ী বেতন দেওয়া দরকার এমনটাই সরকারি কর্মচারীদের দাবি। কেননা বর্তমানে বাজার গরম থাকে, দিনে দিনে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হতেই থাকে এমন অবস্থায় পুরনো বেতন কাঠামো অনুযায়ী বেতন পেলে রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থা নাজেহাল হবে এমনটাই একাংশের দাবি। যদিও বর্তমানে রাজ্য সরকারের কর্মচারীরা ১৮% মহার্ঘ ভাতা পেয়ে থাকেন সঙ্গে পেনশন ভোগীরাও পেয়ে থাকেন। যদিও নতুন অর্থ বর্ষে ৪ শতাংশ নতুন করে ডিএবৃদ্ধি করা হয়েছে। এর আগে বেতন নিয়ে আরো চরম অসন্তোষ প্রকাশ করেছিল রাজ্য সরকারি কর্মচারীরা।
অবিলম্বে বেতন বৃদ্ধির ইঙ্গিত
রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অনেকে জানিয়েছেন ৪ শতাংশ ডিএব বৃদ্ধি হলে এতে তেমন কোনো সুবিধায় হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের। তাই তারা এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি নিয়ে স্বস্তি পাচ্ছেন না। তবে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মিটলেই তারা অনেকটাই স্বস্তি পাবে বলে এমনটাই জানানো হয়েছে সেই দাবি হলো সপ্তম পে কমিশন গঠন করা। তবে ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সেই সপ্তম পে কমিশন গঠনের আভাস পাওয়া যাচ্ছে। তবে এ বছরে কোন সময় ঠিক এই পে কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার তা এখনো স্পষ্ট না। সেই অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা।
প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট ও ব্যবসা কিংবা স্কিম সম্পর্কে নানা আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।