অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুসংবাদ! দ্বিগুণ বেতন বৃদ্ধি, দেখুন বিস্তারিত – WB Govt Employees Salary Update
WB Govt Employees Salary Update : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এক ধাক্কায় তাদের বেতন দ্বিগুণ বৃদ্ধি পেতে চলেছে। সময়ের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সরকারি কর্মচারীদের। তাই বর্তমানে রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন লাগু করতে চাইছে। এর পাশাপাশি রাজ্য সরকার তরফ থেকে মহার্ঘ ভাতা ও বৃদ্ধি করা হবে। সরকারি সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই রাজ্য সরকার তরফ থেকে বেতন বৃদ্ধির এই ঘোষণা পত্র প্রদান করা হবে। তাই দীর্ঘদিন যাবত বেতন বৃদ্ধির জন্য চাকরিজীবীরা যে আন্দোলনে সামিল হয়েছিল তা অবশেষে পূর্ণতা পেতে চলেছে।

অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কেন রাজ্য সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধির এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সত্যিই কি এক ধাক্কায় দ্বিগুণ বেতন বৃদ্ধি পাবে রাজ্যের সরকারি কর্মচারীরা? DA নিয়ে কী চিন্তাভাবনা চলছে রাজ্যের মন্ত্রীদের মধ্যে? এই সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন অথবা আপনার পরিবারে কেউ থেকে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ বৃদ্ধি পেতে চলেছে:
সময়ের সাথে সাথে মুদ্রা ইস্ফিতি ফলে দ্রব্যমূল্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেতে থাকে। তাই যারা সরকারি কর্মচারী অথবা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত রয়েছে তাদের বেতন বৃদ্ধি না করা হলে সংসার চালাতে হিমশিম খেতে হয়। সামনে ২০২৬ বিধানসভা ভোট, এই ভোটের আগে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অন্তর্গত বেতন ক্রম অনুসারে মাসিক বেতন লাভ করছেন।
এই বেতনক্রম তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ১০ বছর আগে। তাই রাজ্যে বিগত ১০ বছর থেকে ষষ্ঠ বেতন কমিশন অনুসারে সরকারি কর্মচারীদের বেতন প্রদান করা হয়ে থাকে। যা দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যথেষ্ট নয়। তাই রাজ্য সরকার যথেষ্ট চিন্তা ভাবনার পর এই বছরের সেপ্টেম্বর মাসে সপ্তম বেতন কমিশন তৈরীর পরিকল্পনা গ্রহণ করেছেন। সপ্তম বেতন কমিশন অনুসারে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যত বেতন রয়েছে তার প্রায় দ্বিগুণ পরিমাণ বেতন বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন অনেকে।
এর পাশাপাশি সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ বর্তমানে মোট ১৮ শতাংশ। তবে মোট ১৮ শতাংশ মহার্ঘ ভাতায় খুশি নন সরকারি কর্মচারীরা। কারণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মহার্ঘ ভাতা প্রদানের এক বিস্তর ফারাক রয়েছে।
অপরদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই এই নতুন বেতনক্রম অনুসারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা উচ্চ মানের বেতন পাবেন। অষ্টম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। তাই বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশন থেকে সপ্তম বেতন কমিশনে উত্তীর্ণ হতে চলেছে। অন্যদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন থেকে অষ্টম বেতন কমিশনের দিকে উত্তীর্ণ হতে চলেছেন।
২০২৬ প্রথম থেকে ভারত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু করতে চলেছে। তাই বলা যায় আগামীতে রাজ্য সরকারি কর্মচারী হোক অথবা কেন্দ্র সরকারি কর্মচারী সকলেরই বেতন বিপুল পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে।
প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন অথবা আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করুন।
Read More : ফ্রী IPL সহ ১ বছরের ইন্টারনেট দিচ্ছে Jio, Airtel, VI কোম্পানি। কার কী অফার দেখুন – Sim Company Dhamaka Offer