ফের DM অফিস কর্তৃক মধ্যাহ্নভোজ প্রকল্পে চাকরির সুযোগ, ছেলে মেয়েদের জন্য দারুণ সুসংবাদ – WB Govt DEO Job Recruitment
WB Govt DEO Job Recruitment : আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরি প্রার্থী? রাজ্য সরকারের অধীনে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য একটি নতুন চাকরির খবর নিয়ে হাজির হওয়া গেল। এক্ষেত্রে নবীন চাকরিপ্রার্থীদের জন্য এই চাকরিতে সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্যের যে কোন জেলা থেকে আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মহিলা কিংবা পুরুষ সকলে আবেদনের যোগ্য হবে। যদিও এই নিয়োগ চুক্তিভিত্তিক হিসেবে করা হবে তবে নিয়মমাফিক মাসিক বেতনও বৃদ্ধি করা হবে। আসুন তাহলে এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ফের এক নতুন জেলার DM অফিস কর্তৃক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। বিজ্ঞপ্তি অনুযায়ী বেকার ছেলেমেয়েদের যোগ্যতার ভিত্তিতে এক্ষেত্রে আবেদনের সুযোগ দেওয়া হবে। আবেদনের পর যদি যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে এই সুযোগ পেয়ে যেতে পারেন। প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে পি এম পোষণ প্রকল্পের অধীনে। এই নিয়োগ সম্পর্কে নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো আসুন তাহলে দেখে নেওয়া যাক। WB Govt DEO Job Recruitment

সর্বপ্রথম শূন্য পদ ও তার সম্পর্কে আলোচনা করা যাক :
এক্ষেত্রে সংশ্লিষ্ট DM অফিস কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ করা রয়েছে যে এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) কাজে কর্মী নিয়োগ করা হবে। যেখানে ছেলে কিংবা মেয়ে আবেদন জানাতে পারবেন।
এবার আলোচনা যাক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে :
পশ্চিমবঙ্গের যে সমস্ত আগ্রহী প্রার্থীর আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো শাখায় গ্রাজুয়েট পাস করলেই হবে। এর পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার জ্ঞান থাকা দরকার যেখানে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে।এছাড়াও প্রার্থীদের কোন পূর্ব অভিজ্ঞতা যদি থাকে তাহলে দেখাতে পারেন, যদি না থাকে তবুও আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের বয়সসীমা কি হবে :
যে সমস্ত ছেলে মেয়েরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বাধিক ৩৫ বছর হয়েছে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পেতে পারেন।
মাসিক বেতন বা সাম্মানিক :
যে প্রার্থী ডাটা এন্ট্রি অপারেটর ( DEO) পদের জন্য নিযুক্ত হবেন সেই প্রার্থীকে মাসিক বেতন হিসাবে প্রাথমিকভাবে ১৬ হাজার টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে কয়েক বছর পর নিয়ম মাফিক বেতন বৃদ্ধি করা হবে। বেতন বৃদ্ধির নিয়ম বা শর্ত সম্পর্কে বিস্তারিত দেখতে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন।
Recruitment By | DM MDM Department |
Post Name | Data Entry Operator (DEO) |
Qualification | Graduate + Computer |
Age Limit | 21-35 Years |
Application Mode | Offline |
Application Deadline | 25-02-2025 |
এবার আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :
যে সকল প্রার্থী এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে –
প্রথম দিকে প্রার্থীকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে
এরপর ওই আবেদন পত্রটি a4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে
প্রিন্ট আউট করা আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে
আবেদনপত্র পূরণ হলে তার যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে
অবশ্যই ছবির উপর নিজের self এটাস্টেট করতে হবে
এরপর প্রার্থীকে ওই আবেদন পত্রের সঙ্গে বেশ কিছু জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি দিতে হবে যা নিচে উল্লেখ করা হলো
সবশেষে আবেদন পত্র ও ডকুমেন্টসমূহ একটি খামের ভিতর ভর্তি হবে এবং ওই খামের উপর প্রার্থীর নাম ঠিকানা সহ পদের নাম উল্লেখ করতে হবে
আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে :
বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট কার্ড
শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট
পরিচয় পত্র হিসেবে আধার কার্ড /ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স
এক কপি পাসপোর্ট সাইজের ছবি
কাজের অভিজ্ঞতা( যদি থাকে)
অন্যান্য
আবেদনপত্র জমা করার মাধ্যম : অফিসিয়াল নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে শুধু সরাসরি ড্রপবক্সে আবেদনপত্র জমা করতে পারবেন। পোস্ট অফিস কিংবা কুরিয়ার মাধ্যম অথবা অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হবে না।
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা যাক :
যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবেন এবং তাদের উপযুক্ত যোগ্যতা থাকবে সে সমস্ত প্রার্থীদের বাছাই করা হবে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে –
প্রথমত প্রার্থীদের জন্য আয়োজন করা হবে লিখিত পরীক্ষা যা মোট ৭০ নাম্বারের হবে ( এক্ষেত্রে অংক ( ১৫), সাধারণ জ্ঞান (১৫), ইংরেজি (১৫) ও {(শিশু সুরক্ষা, নিউট্রিশন, স্বাস্থ্য) ২৫} এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে)
এরপর প্রার্থীদের জন্য আয়োজন করা হবে কম্পিউটার টেস্ট যা ২০ নম্বরের হবে
সবশেষে প্রার্থীদের জন্য আয়োজন করা হবে ইন্টারভিউ যা ১০ নম্বরের হবে
এরপর প্রার্থীদের পারফরম্যান্স অনুযায়ী ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার আনুমানিক তারিখ : বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষার আনুমানিক তারিখ ঘোষণা করা হয়েছে ৯ই মার্চ ২০২৫।
আবেদন করার শেষ তারিখ : অফলাইন মাধ্যমে আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫। আবেদনপত্র কেবল অফিস টাইমে জমা করা যাবে।
আবেদন পত্র জমা করার ঠিকানা : Mid-Day-Meal (PM Poshan) Section, Office Of The District Magistrate, Coochbehar।
এই প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো আরো বিস্তারিত জানতে হলে অথবা আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন।
Official Notification | Download |
Application Form | Download |
আমরা চাকরিপ্রার্থীদের সুবিধার্থে প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে চাকরির খবর দিয়ে থাকি এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের আপডেট সম্পর্কে খবর দিয়ে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন।