এই রাজ্য কর্মীদের এক ধাক্কায় ৭% ডিএ বৃদ্ধি! বেতন কত দেখেনিন – State Govt Employees Salary Update
State Govt Employees Salary Update : সমগ্র দেশ জুড়ে চলছিল দোল উৎসব, আর এই দোলের মরশুমে চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মীদের পুনরায় বেতন বৃদ্ধি করা হলো। সরকারের ঘোষণা অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় কর্মচারী এবং পেনশনভোগীদের ৭% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল, এবার পুনরায় রাজ্য সরকারের তরফে ৮% ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
এই খবর আসামাত্রই সরকারি কর্মীদের দোল উৎসব দ্বিগুণ খুশিতে ভরে উঠেছিল। তাই আপনি অথবা আপনার পরিবারে কেউ সরকারি কর্মী থাকলে তার জন্য এটি অত্যন্ত খুশির খবর হতে চলেছে। নিম্নে রাজ্য সরকারের তরফে ৮% ডিএ বৃদ্ধি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।
রাজ্য সরকারের ডিএ বৃদ্ধি:
সময়ের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। তাই সীমিত বেতনে সাধারণ চাকুরীজীবী মানুষের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সাথে সামঞ্জস্য রেখে প্রতিবছর কিছু পরিমাণ ডিএ বৃদ্ধি করা হয়। যার ফলে সরকারি কর্মীরা স্বাচ্ছন্দে জীবন অতিবাহিত করে থাকেন। সদ্য প্রকাশিত অর্থ দপ্তরের একটি রিপোর্ট অনুযায়ী, এতদিন সরকারি কর্মচারীরা ২৩৯% হারে ডিএ পেতেন, যা বৃদ্ধি পেয়ে বর্তমানে ২৪৬% হারে উন্নীত করা হয়েছে। তবে নতুন এই বেতন বৃদ্ধির হার ২০২৫ সালের জুলাই মাস থেকে কার্যকর করা হবে এবং মার্চের বেতনের সঙ্গেই বকেয়া ডিএ অন্তর্ভুক্ত থাকবে।
সাধারণত হোলির আগে কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। তবে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার এই বিষয়ে কোনোরকম মুখ খুললেননি। তাই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভের সঞ্চার ঘটেছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডিএ বৃদ্ধি করা না হলেও রাজ্য সরকারের তরফে ডিএ সহ বেতন বৃদ্ধির ঘোষণা প্রদান করা হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে খুশির আবহাওয়া বিরাজ করছে।
রাজ্য সরকারের তরফে ৮% ডিএ সহ বেতন বৃদ্ধির এই ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তরফে করা হয়নি। এটি ভারতবর্ষের এক রাজ্য জন্মু ও কাশ্মীর তরফ থেকে করা হয়েছে। দোলের পাক মুহুর্তে ডিএ সহ বেতন বৃদ্ধি পাওয়ায় জম্মু-কাশ্মীরের সরকারি কর্মচারীদের মধ্যে বেশ আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়ায় তাদের বেশ সমস্যার সৃষ্টি হয়েছিল। বর্তমানে বেতন বৃদ্ধি পাওয়ায় অনেকটা আশার আলো দেখছে।
আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরাও ডিএ বৃদ্ধি নিয়ে একাধিক আন্দোলনের সামিল হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও তা আশাঅনুরূপ হয়নি তাই তাদের আন্দোলন বর্তমানে চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ডিএ মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তাই রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের অনুরূপ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের প্রদান করা।
আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রকল্পের খবর ও পাশাপাশি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এছাড়াও আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করতে পারেন।
আমরা যে প্রতিবেদন গুলি দিয়ে থাকি তা কোনো না কোনো অনলাইন সোর্স থেকে। অতএব নিজ দায়িত্বে সবকিছু যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিবেন। আমরা কেবল মাধ্যম হিসেবে কাজ করি। ধন্যবাদ!