ফ্রী IPL সহ ১ বছরের ইন্টারনেট দিচ্ছে Jio, Airtel, VI কোম্পানি। কার কী অফার দেখুন – Sim Company Dhamaka Offer

Sim Company Dhamaka Offer : বর্তমানে স্মার্ট ফোন ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না। কারণ ইন্টারনেটের সাহায্যে গোটা বিশ্বই আজ হাতের মুঠোয় চলে এসেছে। করোনা মহামারীর সময় গোটা বিশ্ব যখন থমকে গিয়েছিল ঠিক সেই সময় স্মার্টফোনের ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন থেকে শুরু করে অফিসিয়াল কাজকর্ম সব সম্ভব হয়েছে। তাই বর্তমানে স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবস্থা মানুষের জীবনের অবিচ্ছিন্ন অঙ্গে পরিণত হয়েছে। ধীরে ধীরে ইন্টারনেট ব্যবস্থার প্রতি আমরা এতটাই আসক্ত হয়ে পড়েছি যে ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না।

sim company dhamaka offer

বর্তমানে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে ইন্টারনেটের ব্যবহার লক্ষ্য করা যায়। তবে মোবাইল রিচার্জ এর মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে অনেকে সমস্যার সম্মুখীন হয়েছে। ইন্টারনেট ব্যবহারের কোটা বেঁধে দেওয়ায় গ্রাহকরা পূর্বের মতো আর ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারেন না। তবে বর্তমানে Jio, Vi ও Airtel এর মতো টেলিকম সংস্থাগুলি বিশেষ ছাড় প্রদান করছে। যার মাধ্যমে গ্রাহকেরা এক বছরের জন্য JioHotstar এর সাবস্ক্রিপশন সহ একাধিক সুবিধা পেতে চলেছে। আজকের প্রতিবেদনে টেলিকম সংস্থাগুলির বিশেষ অফার সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হয়েছে। তাই আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

টেলিকম সংস্থা গুলোর বিশেষ অফার:

বর্তমানে ভারত তথা বিশ্বে ক্রিকেট বিশ্বকাপসহ একাধিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানগুলি দর্শকেরা মোবাইলে দেখার ইচ্ছা প্রকাশ করলেও সীমিত ইন্টারনেট ব্যবস্থার জন্য পারছেন না। তাই বর্তমানে টেলিকম কোম্পানিগুলো ফ্রিতে দিতে চলেছে JioHotstar এর সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে জিও হটস্টার এর মাধ্যমে মোবাইল ফোনের সাহায্যেই আপনারা যাবতীয় অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। একাধিক টেলিকম সংস্থাগুলির একাধিক প্লান এর সুবিধা রয়েছে, নিম্নে একে একে সমস্ত টেলিকম সংস্থার অফার সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা।

জিও ব্যবহারকারী গ্রাহকরা ১৯৫ টাকার প্ল্যানে পেয়ে যাবেন ৯০ দিনের জন্য ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন। এছাড়াও Jio গ্রাহকরা যদি ৯৪৯ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে এই প্ল্যানে ৮৪ দিনের JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়াও থাকছে আনলিমিটেড কলিং, রোজ ১.৫ জিবি ডেটা ও ১০০ এসএমএসের সুবিধা।

 আরও পড়ুন : অনলাইন পেমেন্ট নিয়ে বিরাট আপডেট! ১ এপ্রিল শুরু, এখনই দেখেনিন – UPI Payment Big Update

এয়ারটেলের গ্রাহকরা যদি ৩৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করে থাকে তাহলে এই রিচার্জে থাকছে ৩৬৫ দিনের বৈধতা, আনলিমিটেড লোকাল এবং ন্যাশনাল কলিং, শুধু তাই নয় এতে রোজ আপনি ১০০ টি করে এসএমএস করতে পারবেন। এর পাশাপাশি দৈনিক ২.৫ জিবি করে ডাটা পেয়ে যাবেন। পাবেন 5G ডেটা ও এক বছরের JioHotstar সাবস্ক্রিপশন।

Vi- এর গ্রাহকরা যদি ৩৬৯৯ এর প্ল্যান রিচার্জ করে থাকেন তাহলে এই রিচার্জ প্লানে থাকছে ৩৬৫ দিনের বৈধতা, আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলিং, রোজ ১০০ টি এসএমএসের সুবিধা, রোজ ২ জিবি ডেটা, Vi- এর এই প্ল্যানেও রয়েছে ফ্রি এক বছরের JioHotstar এর সাবস্ক্রিপশন।

তাই মোবাইল ফোনের মাধ্যমে যাবতীয় বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে চাইলে উপরে উল্লেখিত পছন্দমত রিচার্জ প্ল্যানটি গ্রহণ করতে পারেন। এছাড়াও প্লান সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটবর্তী মোবাইল রিটেলার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা আপনাদের বেস্ট প্ল্যান সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করবেন। এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশিত হলে পরবর্তীকালে আপনাদের জানানো হবে।

প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন অথবা আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করুন। 

 আরও পড়ুন : এপ্রিল থেকে বন্ধ হচ্ছে গ্যাসের ভর্তুকি, তড়িঘড়ি এই কাজ করে ফেলুন -LPG Gas Subsidy Big Update

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button