মাত্র 2500 টাকা জমা করে 1 লক্ষ রিটার্ন! SBI-র হর ঘর লাখপতি স্কিমের সুবিধা নিন – Bank Scheme

SBI Bank Scheme : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হর ঘর লাখ পতি স্কিম চালু করেছে যার মাধ্যমে বিনিয়োগকারী ব্যাক্তি বিশেষ সুবিধা পাবেন। বিবাহ, অবসর গ্রহণ বা শিশুদের শিক্ষার জন্য এই প্রকল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে। এই প্রকল্পের আওতায় ন্যূনতম ২৫০০ টাকা বিনিয়োগ করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকার সুবিধা পেতে পারেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল নাগরিকদের জন্য এই প্রকল্পটি উপলব্ধ রয়েছে। মধ্য এবং নিম্নবিত্ত পরিবার গুলির কাছে প্রকল্পটি জনপ্রিয়তা ক্রমে বেড়ে চলেছে।

নিম্নে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।SBI Bank Har Ghar Lakhpati Scheme 

sbi bank scheme

স্কিমের কার্যপ্রণালী: SBI Bank Scheme 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হর ঘর লাখ পতি স্কিমটিতে, আপনাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। এই মাসিক আমানতের উপর অর্জিত সুদ আপনার বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। এই স্কিমটিতে বিনিয়োগকারী একক এবং যৌথ উভয় অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকি পিতামাতারাও চাইলে নাবালক সন্তানদের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছর বা তার বেশি বয়সী নাবালক, যারা স্বাক্ষর করতে সক্ষম, তারাও নিজের নামে অ্যাকাউন্ট খুলে এই স্কিমের সুবিধা নিতে পারবে। তাই বর্তমান যুগে নিরাপদ স্থানে অর্থ বিনিয়োগ করতে চাইলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাড় ঘড় লাখপতি স্কিমে বিনিয়োগ করতে পারেন।

অষ্টম পাশে রাজ্যে সরকারি চাকরি, গ্রুপ সি ও ডি পদে নিয়োগ, 23 জেলা থেকে ছেলে মেয়ে সুযোগ -WB Govt Job Recruitment

সুদের হার:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হর ঘর লাখ পতি স্কিমে সাধারণ নাগরিকদের ৩ থেকে ৪ বছরের মেয়াদে ৬.৭৫% এবং ৫ থেকে ১০ বছরের মেয়াদে ৬.৫০% সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের বেশি সুদ প্রদান করা হয়। ৩ থেকে ৪ বছরের মেয়াদে প্রবীণ নাগরিকদের ৭.২৫% এবং ৫ থেকে ১০ বছরের মেয়াদে স্কিমের সর্বোচ্চ ৭.০০% হারে সুদ প্রদান করা হয়।

স্কিমের সুবিধা:

এই প্রকল্পে সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীর নাগরিকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

  • হর ঘর লাখ পতি স্কিমে সাধারণ গ্রাহকেরা যদি ১ লক্ষ টাকা রিটার্ন পেতে চায় তাহলে প্রতি মাসে ২,৫০২ টাকা বিনিয়োগ করতে হবে। প্রবীণ নাগরিকেরা ১ লক্ষ টাকা রিটার্ন পেতে চাইলে প্রতি মাসে প্রতি মাসে ২,৪৮২ টাকা বিনিয়োগ করতে হবে।
  • ৩ লক্ষ টাকা রিটার্ন পেতে চাইলে সাধারণ গ্রাহকরা প্রতি মাসে ৭,৫০৩ টাকা বিনিয়োগ করতে হবে।প্রবীণ নাগরিক প্রতিমাসে তিন লক্ষ টাকা রিটার্ন পেতে চাইলে প্রতি মাসে ৭,৪৪৫ টাকা বিনিয়োগ করতে হবে।
  • ৫ লক্ষ টাকা রিটার্ন পেতে সাধারণ গ্রাহকেরা প্রতি মাসে ১২,৫০৬ টাকা প্রদান করতে হবে। প্রবীণ নাগরিক পাঁচ লক্ষ টাকা রিটার্ন পেতে চাইলে প্রতি মাসে ১২,৪০৮ টাকা বিনিয়োগ করতে হবে।

এই স্কিমে বিনিয়োগ করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন নেই। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে নিম্নবিত্ত সকলেই এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবে। তাই আপনারা যদি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে চান। তাহলে এই স্কিমটির মাধ্যমে আপনার আর্থিক লক্ষ্যের উপর নির্ভর করে আপনার পছন্দের মেয়াদের প্রকল্পে আবেদন করতে পারবেন। তাই যাদের বিনিয়োগের অর্থ নেই তারাও তার সাধ্যমত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ এই স্কিমটি সকলের জন্য কিছু না কিছু অফার প্রদান করে থাকে। তাই যে সকল ব্যক্তিরা অল্প পুঁজিতে অধিক মুনাফা অর্জন করতে চান তারা পছন্দ অনুযায়ী নির্দিষ্ট স্কিমে আবেদন করতে পারবেন।

জমি রেজিস্ট্রি দপ্তরে Clerk পদে কর্মী নিচ্ছে, তড়িঘড়ি আবেদন করুন – WB Govt Clerk Job Recruitment

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button