Job News

রেলে ৮১০০ শূন্যপদে স্টেশন মাস্টার, ক্লার্ক, ম্যানেজার সহ অন্যান্য পদে চাকরির সুযোগ -Railway NTPC Job Recruitment

Published by
bongosathi.com

ভারতীয় রেল দেশের বৃহত্তম সরকারি সংস্থা, যার মাধ্যমে প্রতি বছর প্রচুর কর্মী নিয়োগ করা হয়। যার কারণে ভারতীয় রেলওয়ের বিজ্ঞপ্তির প্রতীক্ষায় বসে থাকে চাকরিপ্রার্থীরা। ২০১৯ সালে সর্ব শেষ ভারতীয় Railway NTPC‌ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যার নিয়োগ প্রক্রিয়া ইতি মধ্যে সম্পন্ন হয়েছে। তারপর দীর্ঘ পাঁচ বছরের মধ্যে Railway NTPC‌ তরফে নতুন কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। যার ফলে যে সকল চাকরিপ্রার্থীরা রেলওয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। অবশেষে তাদের মুখে হাসি ফুটতে চলেছে। কারণ ভারতীয় রেলওয়ে NTPC এর মাধ্যমে একাধিক পদে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার ও ক্লার্ক সমেত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সবমিলিয়ে মোট ৮১১৩ টি শূন্যপদ রয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। নিচে এই চাকরি সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য তুলে ধরা হলো। Railway NTPC Job Recruitment

∆ এমপ্লয়মেন্ট নাম্বার: CEN 05/2024

Railway NTPC 2024 Recruitment Notice Published Date 14/09/2024
Post Name Station Master, Typist, Manager, Accountant etc.
Total Vacancies 8113 posts
Application Mode Online
Last Date 13/10/2024

∆ প্রথম শূন্য পদ:
ভারতীয় রেলওয়ে NTPC তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদটির নাম হল স্টেশন মাস্টার।

• মাসিক বেতন: কেন্দ্রীয় সরকারের পে লেবেল অনুযায়ী, স্টেশন মাস্টার পদে মাসিক বেতন ৩৫,৪০০ টাকা ।

• শিক্ষাগত যোগ্যতা: স্টেশন মাস্টার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

• পদের সংখ্যা: স্টেশন মাস্টার পদে সর্বমোট ৯৯৪ টি‌ শূন্যপদ রয়েছে।

∆ দ্বিতীয় শূন্য পদ:
ভারতীয় রেলওয়ে NTPC তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদটির নাম হল চিফ কমার্শিয়াল টিকিট

• মাসিক বেতন:‌ ভারতীয় রেলের তরফে চিফ কমার্শিয়াল অফ টিকিট পদের চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৩৫,৪০০ টাকা।

• শিক্ষাগত যোগ্যতা: এর পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের যেকোনো শাখায় নূন্যতম গ্র্যাজুয়েশন কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।

• মোট পদের সংখ্যা: এখানে মোট শূন্য পদ রয়েছে ‌১৭৩৬ টি।

∆ তৃতীয় শূন্য পদ:
ভারতীয় রেলওয়ে NTPC তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদটির নাম হল গুড ট্রেড ম্যানেজার।

• মাসিক বেতন: প্রাথমিক অবস্থায় এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মাসিক বেতন রয়েছে ২৯,২০০ টাকা। ‌

• শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের যে কোন শাখায় গ্র্যাজুয়েশন প্রয়োজন।

• মোট পদের সংখ্যা: এখানে মোট শূন্যবাদ রয়েছে৩১৪৪ টি।

∆ চতুর্থ শূন্য পদ:
ভারতীয় রেলওয়ে NTPC তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদটির নাম হল জুনিয়র অ্যাকাউন্ট।

• মাসিক বেতন: জুনিয়র একাউন্টেন্ট পদে, চাকরিপ্রার্থীদের মাসিক বেতন রয়েছে ২৯,২০০ টাকা।

• শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র একাউন্টেন্ট পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ পাশাপাশি ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটারে টাইপিং জানতে হবে।

• মোট পদের সংখ্যা: এখানে সর্বমোট শূন্য পদ রয়েছে ১৫০৭ টি।

∆ পঞ্চম শূন্য পদ:
ভারতীয় রেলওয়ে NTPC তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদটির নাম হল সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।

• মাসিক বেতন: সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে আবেদন করতে চাকরিপ্রার্থীদের মাসিক বেতন রয়েছে ২৯,২০০ টাকা।

• শিক্ষাগত যোগ্যতা: এর পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ তার পাশাপাশি ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটারে টাইপিং জানতে হবে।

• মোট পদের সংখ্যা: এখানে সর্বমোট শূন্য পদ রয়েছে ৭৩২ টি।‌

∆ বয়স:
ভারতীয় রেলের সমস্ত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। ‌ তবে বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

∆ জোন অনুযায়ী শূন্য পদের সংখ্যা:
উক্ত নিয়োগ প্রক্রিয়ায় একাধিক জোনে কর্মী নিয়োগ করা হবে। তবে কলকাতা, মালদা ও শিলিগুড়ি এই তিনটি জোনের ক্ষেত্রে পদ অনুযায়ী শূন্যপদের বিন্যাস দেওয়া হলো-

•কলকাতা – ১৩৮২
•মালদা – ১৯৮
•শিলিগুড়ি – ৪০

∆ আবেদন পদ্ধতি:
ভারতীয় রেলওয়ে এনটিপিসি নিয়োগ প্রক্রিয়া যারা অংশগ্রহণ করতে চান তাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তার জন্য আবেদনকারী কে এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.rrbapply.gov.in । এই অফিসের ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন। আবেদন ফর্মটি পূরণ হলে সবশেষে আবেদন‌ ফি জমার মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিতি সম্পন্ন হবে।

∆ প্রার্থী বাছাই প্রক্রিয়া:
একাধিক পদের ক্ষেত্রে একাধিক সিলেকশন প্রোসেস রয়েছে। তবে মোটামুটি সব পদের ক্ষেত্রেই সর্বপ্রথমে CBT বেস্ট কম্পিউটার টেস্ট নেয়া হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাদের পরবর্তী ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এছাড়াও কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট রয়েছে।

∆ আবেদন মূল্য:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ কারী চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা জমা করতে হবে। আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত পাবেন। এছাড়াও প্রতিবন্ধী প্রার্থী, মহিলা প্রার্থী, তপশীলি জাতি, তপশীলি উপজাত, সংখ্যালঘু শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। পরীক্ষায় বসলে তাদেরও ২৫০ টাকা ফেরত পাবেন।

∆ আবেদনের শেষ তারিখ:
এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩ অক্টোবর ২০২৪ তারিখ। তবে ১৫ই অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত আপনারা আবেদন ফ্রি জমা করতে পারবেন।

Official Notification : Download 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
bongosathi.com

Recent Posts