চাকরি প্রার্থীদের জন্য আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় নামকরা অনলাইন মানি ট্রান্সফার সংস্থা PhonePe । যেখানে বলা হয়েছে PhonePe কাজ পরিচালনার জন্য Internship নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় সকল ভারতীয় নাগরিক অংশগ্রহণ করতে পারেন। তাই আগ্রহী প্রার্থীরা আর দেরি না করে সরাসরি আবেদন করুন। PhonePe Internship Recruitment
বন্ধুরা ফোন পে মূলত ব্যাঙ্গালোরে অবস্থিত ডিজিটাল পেমেন্ট অ্যাপ কোম্পানি। যার শুভ সূচনা ডিসেম্বর 2015 সালে সমীর নিগম, রাহুল চারি হাত ধরে হয়েছিল। বর্তমানে PhonePe ভারতে প্রায় 280 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী সদস্য রয়েছে। আগামীতে এর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে। তাই এই বিপুলসংখ্যক মানুষের পরিষেবা অব্যাহতি রাখতে প্রয়োজন প্রচুর কর্মীর। এই কর্মী নিয়োগের স্বার্থেই ফোন পে নব বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের পর আপনাদের কি কাজ করতে হবে, job location কোথায় রয়েছে, মাসিক বেতন প্রভৃতি বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো।
ভারতবর্ষের অন্যতম ডিজিটাল পেমেন্ট অ্যাপ কোম্পানি PhonePe তরফে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল Internship পদ।
ফোন পে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের নিম্নলিখিত কাজ গুলি করতে হবে।
১.বিভিন্ন বিক্রেতা এবং স্টেকহোল্ডারদের হ্যান্ডেল করতে হবে।
২.প্রতিদিন ডেটা আপডেট করতে হবে।
৩.কাজের ড্যাশবোর্ডটির দিকে বিশেষ নজর রাখতে হবে।
৪.প্রতিভাবান ব্যক্তিদের খুঁজে বের করা এবং বুঝে শুনে তাঁদের কাজে নিয়োগ করা।
এই নিয়ে প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের ভারতবর্ষের বড় বড় শহর গুলিতে নিয়োগ করা হবে। বর্তমানে নিম্নলিখিত শহর গুলিতে জব লোকেশন রয়েছে।
• দিল্লি
• ব্যাঙ্গালোর
• মুম্বই
বেতন:
ইন্টার্ন ট্রেনিং চলাকালীন চাকরিপ্রার্থীদের প্রতিমাসে 20,000 টাকা করে বেতন দেয়া হবে। পরবর্তীকালে বেতনের পরিমাণ বাড়বে।
ফোন পে ইন্টার্ন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের, মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে। যথা- প্রার্থী যে কাজ ভালো করেছে, তার জন্য সার্টিফিকেট এবং সুপারিশ পত্র দেওয়া হবে। এই সুপারিশ পত্র দেখিয়ে অন্য কাজের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।
Internship কতদিন চলবে:
আবেদনে অংশগ্রহণকারী প্রার্থীদের Internship মূলত চলবে ৩ মাস।
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে চলবে ১৪ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। তাই আপনারা এখনো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে আগামী ১৪ অক্টোবরের আগে আবেদন করুন।
Internship Company | Phone pay |
Internship Period | 3 months |
Monthly Stipend | 20,000 per month |
Application Process | Online |
এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে সম্পন্ন করতে হবে। তার জন্য সর্ব প্রথমে আপনাদের ফোন পে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। প্রতিবেদনের নিচে ফোনপে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন।
আমরা প্রতিনিয়ত এই পোর্টালের মাধ্যমে নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন সরকারি প্রকল্পের বিভিন্ন আপডেট ও এর পাশাপাশি বিভিন্ন আয়ের উৎস সম্পর্কে নতুন নতুন আপডেট নিয়ে আসি। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা WhatsApp গ্রুপ জয়েন করতে পারেন।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |