এপ্রিল থেকে বন্ধ হচ্ছে গ্যাসের ভর্তুকি, তড়িঘড়ি এই কাজ করে ফেলুন -LPG Gas Subsidy Big Update

LPG Gas Subsidy Big Update : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সবথেকে গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে আসেন উজ্জ্বলা যোজনা স্কিম। প্রথমদিকে এই স্কিমের মাধ্যমে ফ্রিতে রান্নার গ্যাস দেওয়ার পাশাপাশি বিপুল ভর্তুকিও দিচ্ছিল কেন্দ্র সরকার। ক্রমশ কমতে কমতে তাও বেশ কয়েকশো টাকা কেন্দ্র সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হচ্ছে সাধারণ মানুষদের। এর মাধ্যমে এর কেন্দ্র সরকার কর্তৃক রান্নার গ্যাস বাবদ উজ্জ্বলা যোজনার মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে ক্ষমতা আসার সময় রান্নার গ্যাসের যা দাম এবং বর্তমানে রান্নার গ্যাসের দাম অনেকটাই ফারাক রয়েছে। ক্রমশ বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম।  LPG Gas Subsidy Big Update 

LPG Gas Subsidy Big Update

এমন অবস্থায় দেশজুড়ে কেন্দ্র সরকার কর্তৃক রান্নার গ্যাস নিয়ে বিরাট নিয়ম। এই সিদ্ধান্তের ফলে দেশবাসী চিন্তায় পড়েছে। এবার এলপিজি রান্নার গ্যাস বাবদ যে ভর্তুকি পাওয়া যায় তা পেতে গেলে বাধ্যতামূলকভাবে একটি কাজ করতে হবে। এমন অনেকে রয়েছেন এখনো পর্যন্ত এই কাজটি করেননি যার ফলে তাদের সামনে মহা বিপদ আসতে চলেছে অর্থাৎ তাদের ভর্তুকি আগামীতে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কেন্দ্র সরকার কর্তৃক ৩১ শে মার্চের মধ্যে এই কাজ করা নির্দেশনা দেওয়া হয়েছে। 

 

সরকারি সূত্রে জানা গিয়েছে এক্ষেত্রে বহু গ্রাহক ভর্তুকির সুবিধা গ্রহণ করছে। ফলে দেশে এমন প্রকৃত উপভোক্তা রয়েছে যারা এই সুবিধা পাচ্ছে না অর্থাৎ এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তাই কেন্দ্র সরকার কর্তৃক এই নিয়ম জারি করা হয়েছে যার মাধ্যমে বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করতে হবে। এবার এলপিজি গ্যাসের ভর্তুকি পেতে গেলে সবাইকে আধার লিঙ্ক এর মাধ্যমে কেওয়াইসি সম্পাদন করতে হবে। না হলে এপ্রিল মাস থেকে ভর্তুকি দেওয়া বন্ধ হতে পারে এমনটাই জানা গিয়েছে। যদিও এই কাজ করার শেষ তারিখ ২০২৩ সালেই করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত ৪০ শতাংশ গ্রাহক কেওয়াইসি করেননি। 

 

এই সিদ্ধান্তের পিছনে সরকারের উদ্দেশ্য কি

সাধারণতন সরকারের যেকোনো সিদ্ধান্তের পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে, তাই এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে সরকার এরকম সিদ্ধান্ত নিয়েছেন। 

  • প্রাথমিকভাবে ভুয়ো গ্রাহকদের সংখ্যা কমিয়ে আনা 
  • এরপর প্রকৃত উপভোক্তাদের ভর্তুকি নিশ্চিত করে দেওয়া 
  • এলপিজি রান্নার গ্যাস ডিস্ট্রিবিউটর সিস্টেমকে আরো ভালো এবং দুর্নীতিমুক্ত করা 

 

এবার প্রশ্ন হল কিভাবে কেওয়াইসি আপডেট করবেন :

কেওয়াইসি আপডেট করতে বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে করতে পারেন –

  1. প্রথমত অনলাইন এর মাধ্যমে আপডেট করতে হলে আপনার গ্যাস সিলিন্ডার প্রদানকারী কোম্পানির সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট লিংক করতে পারেন 
  2. গ্যাস ডিলারের মাধ্যমে আপনার নিকটবর্তী ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট এর যাবতীয় তথ্য দিয়ে লিংক করতে পারেন 
  3. এছাড়া আপনি চাইলে সাইবার ক্যাফে গিয়ে বা নিজে নিজে অনলাইনের মাধ্যমে এই কাজটি বাড়ি বসে সম্পাদন করতে পারেন। 

 আরও পড়ুন : মাত্র ১৫০০ টাকায় রেলের সঙ্গে ব্যবসা! আয় হবে হাজার হাজার টাকা – Business Idea In Railway Station

কেওয়াইসি না থাকলে আগামীতে কি সমস্যা হতে চলেছে :

যদিও কেন্দ্র সরকার কর্তৃক বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করার কথা বলা হয়েছে যদি এরপরও কোন গ্রাহক কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে তার ভর্তুকি বন্ধ করে দেওয়া হতে পারে এমনটাই জানা গিয়েছে। কি হইছে আপডেট করার শেষ তারিখ জানানো হয়েছে ৩১ শে মার্চ। অর্থাৎ ১ এপ্রিল থেকে যদি এই কাজ না করে থাকেন তাহলে ভর্তুকি বন্ধ হতে পারে। 

 

অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করা হয়েছে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে হলে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আপনার নিকটবর্তী সংশ্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

 আরও পড়ুন : মাত্র ১৫০০ টাকায় রেলের সঙ্গে ব্যবসা! আয় হবে হাজার হাজার টাকা – Business Idea In Railway Station

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button