LIC Scheme :ভারতীয় জীবন বিমা নিগম (LIC) ভারতের একটি সরকারি জীবন বিমা কোম্পানি। বর্তমানে LIC বিশ্বের অন্যতম বৃহত্তম জীবন বিমা কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেছে। LIC ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের জীবন বিমা পলিসি প্রদান করে থাকে, যেমন- এক্সিডেন্টাল, স্বাস্থ্য, এবং পেনশন স্কিম। বর্তমানে ভারতীয় জীবন বিমা নিগম নতুন এক প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে মহিলাদের মাসিক ৭০০০ টাকা প্রদান করা হবে। ভারতবর্ষের সকল মহিলা প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – প্রকল্পের নাম, আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

বিমা সখী প্রকল্প:
এলআইসি তরফ থেকে দেশের মহিলা প্রার্থীদের জন্য যে নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে তার নাম হল বীমা সখী যোজন। এই প্রকল্পের মাধ্যমে দেশের গ্রামীণ মহিলাদের এজেন্ট হিসেবে নিযুক্ত করা হয়। এই মহিলারাই এজেন্ট হিসেবে কিছু কাজের মাধ্যমে মাসিক ৭০০০ টাকা উপার্জন করতে পারছে। বর্তমানে এই প্রকল্পের লক্ষ্য এক বছরের মধ্যে ১০০,০০০ মহিলাকে বিমা এজেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা। এই প্রকল্পের অধীনে মহিলারা তিন বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক ভাতা এবং বিমা বিক্রির উপর নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। ভাতার কাঠামো নিম্নরূপ প্রথম বছর প্রতি মাসে বীমা সখী মাসিক ৭,০০০ টাকা পাবেন। দ্বিতীয় বছর প্রতি মাসে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে ৫,০০০ টাকা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
বীমা সখি যোজনায় শুধুমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবে। আবেদনের ক্ষেত্রে উক্ত মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এর পাশাপাশি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। এলআইসি এজেন্ট অথবা তার নিকট আত্মীয়রা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।
আবেদন পদ্ধতি:
বীমা সখি যোজনায় আবেদনের জন্য আগ্রহীদের LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য সর্বপ্রথম এলআইসির অফিসের ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম-ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। সবশেষে কিছু প্রয়োজনীয় নথিপত্র আপলোডের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
এলআইসি তরফ থেকে বীমা সখি যোজনা মাধ্যমে যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এটি শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টি করছে না, বরং গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ দিচ্ছে। একই সঙ্গে এই যোজনা সাধারণ মানুষের মধ্যে বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছে, যা আগামী ভবিষ্যতে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। LIC এই বিমা সখী প্রকল্প মহিলাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই যারা নতুন কিছু করতে চান, স্বাধীনভাবে কাজ করতে চান এবং অর্থ উপার্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
বর্তমানে বীমা সুখী যোজনায় অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে তাই যারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চান তারা সরাসরি এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন। এছাড়াও বীমা সখী যোজনা সংক্রান্ত পরবর্তী আপডেট প্রকাশিত হলে আপনাদের জানানো হবে।
আবাস যোজনায় মহিলাদের জন্য ফের সুসংবাদ! ফের কয়েক লাখ ঘর অনুমোদন – Central Govt Awas Yojna
প্রতিনিয়ত নতুন নতুন স্কিম সম্পর্কে খবর পেতে অথবা নতুন নতুন সরকারি আপডেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এছাড়াও প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন অথবা আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করবেন।

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.