LIC Scheme :সাধারণ মানুষ কর্মজীবনে উপার্জনে সক্ষম, ফলে এই সময় তারা স্বাভাবিকভাবে জীবন যাপন চালিয়ে যায়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্ম ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, যার ফলে শেষ বয়সে এসে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। ভবিষ্যতের কথা যারা চিন্তা না করে তাদের শেষ জীবন খুবই কষ্টে অতিবাহিত করতে হয়। তাই সময় থাকতে যারা আগামী ভবিষ্যত সুনিশ্চিত করতে বিনিয়োগে অংশগ্রহণ করতে চান তাদের জন্য ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (এলআইসি) নতুন এক পেনশন প্রকল্পের সূচনা করেছেন।
এই প্রকল্পের মাধ্যমে বিনিয়োগকারীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে শেষ বয়সে নির্দিষ্ট পরিমাণ পেনশন সুবিধা উপভোগ করতে পারবেন। তাই আপনি যদি আগামী ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান তাহলে এলআইসির এই স্মার্ট পেনশন প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। নিম্নে এলআইসি পেনশন প্ল্যান সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে বিনিয়োগ করতে পারেন।LIC Scheme

LIC স্মার্ট পেনশন প্ল্যান:
এলআইসি (LIC) বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হল ভারতের একটি সরকারি জীবন বীমা সংস্থা, যা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের বৃহত্তম জীবন বীমা সংস্থা এবং একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন জীবন বীমা পলিসি প্রদান করে থাকে। এলআইসির মাধ্যমে বিভিন্ন ধরনের বীমা পলিসি যেমন- জীবন বীমা, স্বাস্থ্য বীমা, পেনশন পলিসি, কিডস প্ল্যান ইত্যাদি পাওয়া যায়। এর প্রধান লক্ষ্য হলো গ্রাহকদের আর্থিক নিরাপত্তা প্রদান করা এবং তাদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো এলআইসি স্মার্ট পেনশন প্রকল্প।
যে সমস্ত ব্যক্তিরা জীবনের শেষ বয়সে এসে নিশ্চিন্তে বাকি জীবন কাটাতে চান তাদের জন্য এই পেনশন প্ল্যানটি সূচনা করা হয়েছে। তবে এই স্কিমটি সকল বয়সের এবং শ্রেণীর মানুষের জন্য উপযুক্ত, যা তাদের আজীবন পেনশনের সুবিধা প্রদান করে। এটি একটি একক প্রিমিয়াম পলিসি, যাতে আপনাকে কেবল একবার বিনিয়োগ করতে হবে এবং এর সুবিধা সারাজীবন পেতে পারবেন। আপনার বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৫-১০০ বছর হতে হবে। চাকরিজীবী, স্ব-কর্মসংস্থান প্রাপ্ত বা অবসরপ্রাপ্ত যে কোনও ব্যক্তি এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন।
বিনিয়োগের পরিমাণ:
যে সকল ব্যক্তিরা এলআইসির পেনশন প্রকল্পে বিনিয়োগ করতে চান তাদের এখানে বিনিয়োগের জন্য ন্যূনতম ১,০০,০০০ টাকা প্রদান করতে হবে। তবে এই বিনিয়োগের সর্বোচ্চ কোন সীমা নেই (কোম্পানির আন্ডাররাইটিং নীতি সাপেক্ষে)। এই প্রকল্পে বিনিয়োগের পর মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে পেনশন পেতে পারেন। এই পেনশন প্রকল্পে বিনিয়োগ কারী মোট টাকার উপরে পেনশন নির্ধারিত রয়েছে। বিনিয়োগকারী ব্যক্তিরা এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন ১০০০ টাকা পেনশন পেতে পারেন, যদি আপনি প্রতি তিন মাস অন্তর পেনশন পেতে চান তবে আপনি ৩০০০ টাকা পেতে পারেন, যদি আপনি প্রতি ছয় মাসে পেনশন পেতে চান তবে আপনি ৬০০০ টাকা পেনশন পেতে পারেন।
রাজ্য ৭ম বেতন কমিশন? এক ধাক্কায় বাড়বে দ্বিগুণ বেতন? কবে হতে পারে দেখুন – WB Govt Employees News
আবেদন পদ্ধতি:
পেনশন প্রকল্পে আবেদনের জন্য অনলাইন এবং অফলাইন উভয় বিকল্প উপলব্ধ রয়েছে। অনলাইনে আবেদন করতে চাইলে LIC এর অফিসিয়াল ওয়েবসাইট (www.licindia.in) থেকে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে অথবা যারা অফলাইনে আবেদন করতে চান তারা LIC এজেন্ট, POSP-Life Insurance, অথবা Common Public Service Center-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শেষ পর্যায়ে বিনিয়োগের অর্থ প্রদান করে সবশেষে পেনশনের সুবিধা পাবেন। এলআইসি এই পেনশন প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী এলআইসি এজেন্ট সাথে যোগাযোগ করুন।

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.