জীবন বীমা কোম্পানির দারুন স্কিম! মহিলারা মাসে পাবেন ৭ হাজার টাকা – LIC Monthly Income Scheme

LIC Monthly Income Scheme  : ভারতীয় জীবন বিমা কর্পোরেশন (LIC) মহিলাদের জন্য নতুন এক প্রকল্পের সূচনা করেছেন। যার অধীনে তারা প্রতি মাসে কমপক্ষে ৭ হাজার টাকা পাবেন। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প শুরু করেছিলেন। এই স্কিমটির নাম বিমা সখী যোজনা। ভারত সরকার দেশের মহিলাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে এই যোজনার সূচনা করেছেন।

ভারত সরকারের সহযোগিতায় ভারতীয় জীবন বিমা কর্পোরেশন (LIC) মাধ্যমে প্রকল্পে নাম নথিভুক্ত করন চলছে। তাই যে সমস্ত মহিলারা বিমা সুখী যোজনায় আবেদন করতে চান তারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে বীমা সখি যোজনা সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- বীমা সখী যোজনা আসলে কি? কারা আবেদন জানাতে পারবেন? আবেদন পদ্ধতি? প্রভৃতি আলোচনা করা হলো।

lic monthly income scheme

বিমা সখী যোজনা:

এলআইসি (Life Insurance Corporation of India) বিমা সখী যোজনা একটি মহিলা কেন্দ্রীভূত জীবন বীমা পলিসি, যা মহিলাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই পলিসিটির উদ্দেশ্য মহিলাদের আর্থিক নিরাপত্তা প্রদান করা এবং তাদের ভবিষ্যত নিশ্চিত করা। বিমা সখী যোজনা হল এমন একটি প্রকল্প যেটি লাইফ ইন্সুরেন্স কোম্পানি এলআইসি তরফ থেকে সূচনা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের এজেন্ট হিসেবে নিযুক্ত করা হবে।

মহিলারা নিজস্ব এলাকায় বীমা সখি হিসেবে কাজ করবেন।তাই ঘরে বসেই কাজ সম্পন্ন করতে পারবে। যারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তাদের মাসিক ৭০০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও বীমা সুখী যোজনার অন্তর্গত মহিলাদের অন্যান্য সুবিধা প্রদান করা হবে। ‌ এলআইসির তরফে জানানো হয়েছে চলতি বছরের মধ্যে বিমা সখী যোজনায় এক লক্ষ মহিলার নাম নথিভুক্তকরণ হবে।

আবেদন যোগ্যতা:

বীমা সখী যোজনায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। যেমন এই এই প্রকল্পে কেবলমাত্র মহিলারাই অংশগ্রহণ করতে পারবে। আবেদনের বয়স হিসেবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৭০ বছর বয়সী হতে হবে। এছাড়াও আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে কমপক্ষে দশম শ্রেণী পাস করে থাকতে হবে । LIC তার নারী ক্ষমতায়ন অভিযানের অধীনে আগামী ১২ মাসে ১ লক্ষ বিমা সখী এবং তিন বছরে ২ লক্ষ বিমা সখী নথিভুক্ত করার পরিকল্পনা করেছেন। তাই আগ্রহীরা অতিসত্বর আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

আবেদন পদ্ধতি:

বিমা সখী যোজনায় যারা আবেদন করতে চান তারা আবেদনের জন্য সর্বপ্রথম এল আই সি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে বীমা সখি প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত জেনে নিতে হবে। সেখানে আবেদনপত্রে অংশগ্রহণের বিস্তারিত পদ্ধতি আলোচনা করা হয়েছে। এই তথ্যগুলি বিস্তারিত জানার পর এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম-ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে।

আবেদনপত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনে কিছু নথিপত্র আপলোড দিতে হবে। অফলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আপনার নিজস্ব এলাকায় এলআইসি এজেন্ট অথবা এলআইসি অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করুন। এলআইসি অফিসে গিয়ে বীমা সখি যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

Read More : চাকরি ছাড়াই মাসে আয় হাজার হাজার টাকা! অল্প পুঁজিতে হন ফ্যাক্টরির মালিক – Business Idea With Small Investment

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Job News
Scheme News
Business Idea
Others news