অবশেষে 21,413 পদে ডাক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শুধু মাধ্যমিক পাশে নিজের এলাকায় চাকরি – India Post GDS Recruitment 2025

India Post GDS Recruitment 2025 : অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। দীর্ঘদিন ধরে পোস্ট অফিসে নিয়োগের যে খবর ছড়িয়ে ছিল অবশেষে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করার জন্য আবেদন চাওয়া হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। ভারতের যে কোন প্রান্ত থেকে তাদের নিজের এলাকার বিভিন্ন পোস্ট অফিসে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। ছেলে কিংবা মেয়ে উভয় প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে এই প্রতিবেদনে ভারতীয় ডাক বিভাগ কর্তৃক এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে শূন্য পদ এবং তারপর ধাপে ধাপে আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হচ্ছে। India Post GDS Recruitment 2025

india Post GDS Recruitment 2025

নিচে শূন্য পদ ও তার সম্পর্কে বিস্তারিত দেওয়া হল : 

পদের নাম : ভারতীয় পোস্ট অফিস কর্তৃক ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে তিন ধরনের পদে নিয়োগের জন্য বলা হয়েছে। শূন্য পদ গুলি নিম্নে দেওয়া হল 

  • ব্রাঞ্চ পোস্টমাস্টার 
  • অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার 
  • ডাক সেবক 

 

মোট শূন্যপদ : ভারতীয় ডাক বিভাগ কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ২১,৪১৩ টি। 

 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : 

  • যে সমস্ত প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের উপরোক্ত তিন পদের জন্য আবেদন জানাতে চাই তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাস বা তার সমতুল্য থাকতে হবে। 
  • তার থেকে অবশ্যই লোকাল ভাষার জ্ঞান থাকতে হবে 
  • এর পাশাপাশি প্রার্থীদের কমপক্ষে কম্পিউটার নলেজ থাকতে হবে তাই 

 

বয়স সীমা : ডাক বিভাগের এই নিয়োগের ক্ষেত্রে সব পদের ক্ষেত্রে বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বাধিক বয়স ৪০ বছর থাকতে হবে এছাড়াও রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে। 

 

মাসিক বেতন : এক্ষেত্রে প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পথ অনুযায়ী আলাদা আলাদা –

  • ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১২ হাজার থেকে ২৯ হাজার 
  • অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১০ হাজার থেকে ২৪ হাজার। 
Recruitment Department India Post GDS
Posts NameBPM,ABPM& Dak Sevak
Qualification10th
Age Limit18-40 ( Age Relaxation As Per Govt Rule)
Monthly Salary10,000-29,000/-
Application ModeOnline
Application Deadline10-02-2025 to 03-03-2025

 

আবেদন পদ্ধতি : 

ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হয় – 

  • অনলাইনে আবেদন করতে গ্রামীণ ডাক সেবক এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে 
  • এরপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে 
  • রেজিস্ট্রেশন করার সময় বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে জানি যে উল্লেখ করা হলো 
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীকে লগইন করে পুনরায় ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে 
  • ফরম ফিলাপ চলাকালীন জরুরি তথ্য পূরণ করে নির্দেশ মতো কিছু জরুরি ডকুমেন্টস নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে 
  • এরপর প্রার্থীকে ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য জমা করতে হবে যদি প্রযোজ্য হয় 
  • সবশেষে আবেদন পত্রটি একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে নিতে হবে 

 

রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন :

  1. প্রথমত বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস 
  2. প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মার্কশীট বা সার্টিফিকেট 
  3. বয়সের প্রমাণপত্র 
  4. পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি 
  5. প্রার্থীর সিগনেচারের স্ক্যান কপি 
  6. অন্যান্য

 

নিয়োগ প্রক্রিয়া : 

যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক পাস করে রয়েছে এবং তারা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবেন তাদের কোন লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ডকুমেন্টস ভেরিফিকেশন করার মাধ্যমে নিয়োগ করা হবে । তবে প্রার্থীদের জন্য প্রথমে মেরিট লিস্ট তৈরি করা হবে যা মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। যে পোস্ট অফিসে আবেদন করবেন সেই পোস্ট অফিসে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হলে প্রার্থীর নাম মেরিট লিস্টে তোলা হবে এবং পরবর্তীতে তাকে ডকুমেন্টস ভেরিফিকেশন ও পরবর্তী পদক্ষেপের জন্য ডেকে নেওয়া হবে। 

 

ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন :

  1. প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস 
  2. বয়সের প্রমাণপত্র 
  3. কম্পিউটার যোগ্যতা যদি থাকে 
  4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে 
  5. আধার কিংবা ভোটার কার্ড 
  6. এছাড়াও অন্যান্য 

 

আবেদন করার তারিখ সমূহ : অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৩ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। 

এছাড়াও প্রার্থীরা ভুল সংশোধন করতে পারবেন ৬ মার্চ ২০২৫ থেকে ৮ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। 

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসার নোটিশ ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিবেন 👇👇

অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন 

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button