চাকরি ছাড়াই মাসে আয় হাজার হাজার টাকা! অল্প পুঁজিতে হন ফ্যাক্টরির মালিক – Business Idea With Small Investment

Business Idea With Small Investment : আপনি কি এখনো বেকার? অনেকদিন ধরে চাকরি খুঁজছেন? এবার চাকরি নয় চাকরির থেকে বেশি আয় সম্পন্ন ব্যবসার আইডিয়া আপনার জন্য নিয়ে আসা হয়েছে। এবার চাকরির থেকে বেশি আয় করতে পারবেন যদি এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে। সব থেকে ভালো কথা হল এক্ষেত্রে স্বল্প মূল্য বিনিয়োগ করে বিপুল আয় করা সম্ভব। আপনি একজন যদি বেকার প্রার্থী হয়ে থাকেন এবং মাসে মাসে মোটা অংকের টাকা আয় করতে চান অল্প বিনিয়োগ করে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আসুন শেষ পর্যন্ত পড়ুন, নিচে তাপে তাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। Business Idea With Small Investment 

Business idea with small investment

আমরা সকলেই জানি এই দিনে দিনে নানান প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। অনেকে সরকারি চাকরি করেও মূল্যবৃদ্ধির বাজারে নিজের পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। তাই আপনি যদি একজন বেকার হয়ে থাকেন কিংবা চাকরিজীবী হয়ে থাকেন সকলের জন্য রয়েছে ব্যবসার দারুন সুযোগ। এই ব্যবসা করে আপনি চাকরির থেকে বেশি মূল্য আয় করতে পারেন অতি সহজেই। তবে ব্যবসা করতে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে যা নিচে আলোচনা করা হলো। 

 

সাধারণত যে কোন ব্যবসার উন্নতি নির্ভর করে তিনটি বিষয়ের উপর। সেই তিনটি বিষয়ের মধ্যে অন্যতম হলো উপযুক্ত জায়গা অর্থাৎ আপনি যেখান থেকে ব্যবসা শুরু করতে চান সেখানকার জনবহুলতা কেমন বা যে ব্যবসা শুরু করবেন তার চাহিদা কেমন। এরপর যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মূলধনের পরিমাণ। যেকোনো ব্যবসা শুরু করতে প্রয়োজন হয়ে থাকে মূলধন আপনার মূলধনের উপর নির্ভর করবে আপনার ব্যবসার প্রসার। তাই আপনি যত মূলধন খারাপের ব্যবসার ক্ষেত্রে ততই বেশি লাভবান হবেন। এরপর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল কাঁচামালের যোগান। আপনি যে সমস্ত পণ্য বিক্রি করবেন তার আমদানি কোথায় থেকে হবে তা খুবই জরুরী। 

 

আজকে যে ব্যবসার সম্পর্কে বলতে যাচ্ছি তা হল বরফের ব্যবসা : 

রাজ্যজুড়ে গরমের মরসুম শুরু হয়েছে এসময় এই ব্যবসার চাহিদা আকাশ ছোঁয়া। কেননা আমরা সকলে জানি গরমের মরশুমে ঠান্ডা পানীয় জলের চাহিদা প্রায় সব জায়গায় লক্ষ্য করা যায়। বিশেষ করে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে অথবা বড় পার্টি কিংবা জন্মদিনের অনুষ্ঠান অথবা অন্য কোন ধরনের রেস্তোরাঁ হোটেল বা ফাস্টফুড দোকানে নানা জিনিস সংরক্ষিত রাখতে অথবা আমার ঠাণ্ডা পণ্য প্রস্তুত করতে এই বরফের চাহিদা দেখা যায়। এছাড়াও কোল্ড্রিংসের দোকানে এই বরফের চাহিদা প্রচুর থাকে। এছাড়া মাছ মাছ মাংস সংরক্ষণে বরফের চাহিদা সারা বছর থেকে থাকে। 

 

এবার প্রশ্ন হল এই ব্যবসা কিভাবে শুরু করা যায় :

এই ব্যবসা শুরু করতে বেশ কয়েকটি বিষয় মাথায় লক্ষ্য রাখতে হবে তার মধ্যে সর্বপ্রথম হলো রেজিস্ট্রেশন। এরপর দরকার কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম। বরফ তৈরি করার জন্য ডিপ ফ্রিজার। এর দাম মোটামুটি ৫০০০০ এর কাছাকাছি হয়ে থাকে। এর পাশাপাশি দরকার বিশুদ্ধ পানীয় জলের যোগান। এরফলে বাজারে এর কোন মান ভালো হবে এবং চাহিদাও বাড়বে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ফ্রিজ চালানোর জন্য বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা। 

 

এই ব্যবসায়ী কত বিনিয়োগ করতে হবে : 

ব্যবসার সংক্রান্ত দ্বিতীয় প্যারাগ্রাফে এ সংক্রান্ত তথ্য যদিও তুলে ধরা হয়েছে তবুও বলা যাক। যেকোনো ব্যবসা শুরু করতে তার ন্যূনতম মূলধন থেকে যত বেশি বিনিয়োগ করা যায় তত বেশি ব্যবসার বিস্তার ঘটে এবং লাভ করা যায়। এক্ষেত্রে ন্যূনতম প্রায় এক লক্ষ টাকা ইনভেস্ট করলে এই ব্যবসা আরম্ভ করা যায়। তবে আপনি ব্যবসা কে বড় করতে চাইলে এর থেকে বেশি টাকা বিনিয়োগ করতে পারেন এবং চাহিদা অনুযায়ী লাভবান হতে পারেন। 

 

এই ব্যবসার ক্ষেত্রে কি রকম লাভ হতে পারে :

যে কোন ব্যবসার ক্ষেত্রে আপনার বিনিয়োগের উপর নির্ভর করবে আপনার লাভের পরিমাণ কত। ব্যবসার ক্ষেত্রে যদিও নির্দিষ্ট কোন লাভের সীমারেখা থাকে না তবুও আনুমানিক একটি চাকরির সমতুল্য আয় করা সম্ভব হবে। তবে যদি আপনি ব্যবসাকে অনেক বড় করতে পারেন বিপুল সরঞ্জাম খাটিয়ে বেশি বেশি সামগ্রিক প্রস্তুত করতে পারেন তাহলে আপনার লাভের পরিমাণও প্রচুর হয়ে থাকবে। 

 

আমরা আজকের প্রতিবেদনে কেবল সংক্ষিপ্ত ব্যবসা সম্পর্কে আইডিয়া দিয়ে থাকলাম। যে কোনো ব্যবসা শুরু করার পূর্বে আপনাকে আরও ডিপ রিসার্চ করতে হবে। যদি মনে হয় এই ব্যবসা আপনার জন্য উপযুক্ত বা লাভবান হবে তাহলে নিজ দায়িত্বে শুরু করতে পারেন। 

 Read More : এই রাজ্য কর্মীদের এক ধাক্কায় ৭% ডিএ বৃদ্ধি! বেতন কত দেখেনিন – State Govt Employees Salary Update

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Job News
Scheme News
Business Idea
Others news