মাত্র ৪ টাকায় ২ জিবি সহ আনলিমিটেড সুবিধা, দেখুন বিএসএন এর অফার – BSNL Recharge Offer

BSNL গ্রাহকদের জন্য দারুন সুখবর, অন্য টেলিকম কোম্পানির অর্ধেক টাকায় রিচার্জে আপনারা পেয়ে যাবেন সারা বছর 2GB হাই স্পিড ডেটা সহ একাধিক সুবিধা। তাই যে সমস্ত মোবাইল গ্রাহকেরা কম মূল্যে অধিক পরিমাণ ইন্টারনেট ব্যবহার করতে চান তারা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। বিএসএনএল হলো ভারত বর্ষের অন্যতম দেশিও টেলিকম সংস্থা। তাই অন্যান্য মোবাইল নেটওয়ার্কের তুলনায় এর রিচার্জ মূল্য ন্যূনতম। সাম্প্রতিক বিএসএনএল তাদের রিচার্জের নতুন নতুন প্লান যোগ করেছেন তার মধ্যে অন্যতম 1515 টাকার প্লান।

এই প্লান সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- 1515 টাকার প্লান কি কি সুবিধা পাবেন? আবেদন পদ্ধতি? প্রভৃতি নিম্নে আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে BSNL এর নতুন এই প্লানটি রিচার্জ করতে পারেন।

Bsnl

BSNL নতুন প্লান:

আজকাল ইন্টারনেট ছাড়া সবার জীবন অচল। অনলাইন ক্লাস বলুন বা অফিসিয়াল কাজ, কিংবা সিনেমা দেখা বা গান শোনা, গেমিং সবকিছুতে ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্তেও চলতে পারিনা। তাই বর্তমানে প্রতিটি ঘরে ঘরে আনলিমিটেড ইন্টারনেট এর পাশাপাশি হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন। তবে অন্যান্য মোবাইল নেটওয়ার্ক গুলি তাদের রিচার্জ প্ল্যান এর মূল্যবৃদ্ধি করার ফলে সাধারণ মানুষ বেশ সমস্যার সম্মুখীন হয়েছে।

তাই BSNL নিয়ে এসেছে একটি দুর্দান্ত প্ল্যান, যেখানে মাত্র 1515 টাকায় আপনি পাবেন 2GB হাই স্পিড ডেটা প্রতিদিন, তাও নাকি পুরো একবছরের জন্য। এই প্ল্যানটি দৈনিক খরচ হিসেবে বিচার করলে ৪ টাকার কিছু বেশি পড়ে। তাই বিএসএনএল গ্রাহকেরা মাত্র চার টাকার বিনিময়ে দৈনিক আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারবেন।

 Read More : রাজ্যে HS রেজাল্ট নিয়ে বিরাট ঘোষণা! নিরিক্ষকদের জন্য জারি নিয়মাবলী, বাড়বে নম্বরও

কি কি সুবিধা প্রদান করা হবে:

গ্রাহকেরা BSNL এর 1515 টাকার এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি একবছরের জন্য পুরো নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, সহজ ভাষায় বলতে গেলে এই প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন। শুধু এখানেই শেষ নয়, গ্রাহকেরা প্লান্টিক গ্রহণের মাধ্যমে প্রতিদিন 2GB করে ডেটা ব্যবহার করতে পারবেন প্ল্যানটি রিচার্জ করলে। অর্থাৎ এই প্ল্যানটির মাধ্যমে একবছরে মোট 730GB ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ফলে দৈনিক 2GB ডেটা শেষ হয়ে গেলেও 40kbps স্পিডে ইন্টারনেট ব্যবহারের করতে পারবেন।

তাই যে সমস্ত গ্রাহকদের দৈনিক অধিক ইন্টারনেটের প্রয়োজন রয়েছে বিশেষ করে স্টুডেন্টদের জন্য, যারা অনলাইন ক্লাস, রিসার্চ বা ভিডিও দেখে এবং সবকিছুর জন্য প্রচুর পরিমাণে ডেটা লাগে, তাদের জন্য এই প্ল্যানটি সেরা বিকল্প হতে পারে। এর পাশাপাশি যারা ওয়ার্ক ফ্রম হোম করে, অর্থাৎ যারা প্রতিদিনের অফিসের মিটিং, ইমেইল বা অন্যান্য কাজে ইন্টারনেট ব্যবহার করে, তাদের জন্য BSNL এর এটি দারুণ সাশ্রয়ী একটি প্ল্যান।

আবেদন পদ্ধতি:

বিএসএনএল ব্যবহারকারী গ্রাহকেরা সরাসরি নিকটবর্তী রিটেলারের সাহায্যে প্লানটি গ্রহণ করতে পারবেন। তবে যাদের বিএসএনএল সিম কার্ড নেই তাদের প্লানটি গ্রহণের ক্ষেত্রে সর্ব প্রথম পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড দিয়ে একটি বিএসএনএল সিম কার্ড সংগ্রহ করতে হবে। তারপর তারপর নিকটবর্তী রিটেলার অথবা অনলাইন রিচার্জ এর মাধ্যমে প্লান গ্রহণ করতে পারবেন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য প্রকাশিত হলে আপনাদের জানানো হবে।

 Read More :১২ লক্ষ ওবিসি বাতিল নিয়ে বিরাট পদক্ষেপ! রাজ্য সরকার নিল বিরাট সিদ্ধান্ত, দেখুন বিস্তারিত – West Bengal OBC Case Update

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button