মাত্র ৫০ হাজারে স্কুটি কিনুন, এই অফার হাতছাড়া করবেন না – New Scooty For 50 thousands

New Scooty For 50 Thousands : বাড়ি থেকে বেরোলেই বর্তমানে বাহনের প্রয়োজন, তবে মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষের নতুন বাহন কেনার মত সামর্থ্য থাকে না। তাই বর্তমানে একাধিক ইন্সুরেন্স কোম্পানি EMI মাধ্যমে গাড়ি কেনার জন্য লোন প্রদান করে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় দুই চাকার বাহন চালানো বেশ সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়াও পেট্রোল ডিজেলের বাহনে অতিরিক্ত দূষণের কারণে বর্তমানে ইলেকট্রিক বাহনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে ভারত সরকার ইলেকট্রিক বাহন এর দিকে বিশেষ নজর দিয়েছে। তাই বর্তমানে বেশ কয়েকটি ইলেকট্রিক বাহন সংস্থা নতুন নতুন ইলেকট্রিক বাহন উৎপাদন শুরু করেছে। তার মধ্যেই অন্যতম একটি দুই চাকার বাহন সংস্থা জেলিও ইবাইকস (Zelio Ebikes)। এই সংস্থা বর্তমানে দেশের যুবক-যুবতীদের জন্য ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।

new scooty for 50 thousands

কোম্পানির নতুন মডেলটির নাম লিটল গ্রেসি (Little Gracy)। এই স্কুটি লঞ্চ করার পর থেকে দেশজুড়ে বেশ জনপ্রিয়তা তৈরি হয়েছে। তাই আগামীতে যারা স্কুটি নেওয়ার কথা ভাবছেন তারা এই ইলেকট্রিক স্কুটি নিতে পারেন। এই স্কুটির বিশেষত্ব হলো মাত্র ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে দৈনিক চালিয়ে যেতে পারবেন। নিম্নে এই স্কুটি সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।

ইস্কুটির বিশেষত্ব:

জেলিও ইবাইকস (Zelio Ebikes) যুবক-যুবতীদের জন্য যে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছেন এই লিটল গ্রেসি ইলেকট্রিক স্কুটারের দাম মাত্র ৪৯,৫০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যা বর্তমানে বিভিন্ন ব্যাটারি কনফিগারেশন অফার করে থাকেন। এই স্কুটিতে ৪৮ ভোল্ট/৩২ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার লিড-অ্যাসিড ব্যাটারি যুক্ত এন্ট্রি-লেভেল মডেল ফুল ৭-৮ ঘন্টা চার্জ দিলে ৫৫-৬০ কিমি রেঞ্জ প্রদান করে। এছাড়া আপনারা যদি ৫২,০০০ টাকা মূল্যের ইলেকট্রিক স্কুটি ক্রয় করেন তাহলে সেটি ৬০ ভোল্ট/৩২ অ্যাম্পিয়ার আওয়ার লিড-অ্যাসিড ব্যাটারির মিড-টায়ার ভার্সন ৭০ কিমি পর্যন্ত রেঞ্জ অফার করে। চার্জিং টাইম ৭ থেকে ৯ ঘন্টা।

অন্যদিকে, ৬০ ভোল্ট/৩০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি মডেলটি ৮-৯ ঘন্টা চার্জ করলে ৭০-৭৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। টপ মডেলটির দাম ৫৮,০০০ টাকা (এক্স-শোরুম)। লিটল গ্রেসির সমস্ত স্কুটিতে ভেরিয়েন্টে একটি বিএলডিসি মোটর রয়েছে যার ফলে এই স্কুটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম। স্কুটারটির ওজন মাত্র ৮০ কেজি এবং এটি ১৫০ কেজি ওজন বহন করার ক্ষমতা রাখে। স্কুটি কোম্পানির দাবি, ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে আপনাদের মাত্র ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

লিটল গ্রেসি (Little Gracy) স্কুটি বর্তমানে চারটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে, গোলাপী, বাদামী/ক্রিম, সাদা/নীল এবং হলুদ/সবুজ রঙের। এছাড়াও এই স্কুটারে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, কীলেস ড্রাইভিং, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ এবং একটি অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম রয়েছে। তাই যারা আগামীতেই স্কুটি কেনার কথা ভাবছেন তারা লিটল গ্রেসি স্কুটি ক্রয় করতে পারেন। এই স্কুটি ক্রয় করে আপনারা অধিক অর্থের সাশ্রয় করতে পারবেন। এছাড়া ওই স্কুটি সংক্রান্ত আরো যাবতীয় তথ্য পেতে আপনারা নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন। সেখানে গিয়ে আপনারা স্কুটি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

আরও পড়ুন 👇👇👇

নিচে পোস্ট অফিসে তিনগুণ টাকা রিটার্ন পেতে বিস্তারিত পড়ুন 👇

আগামীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সকলে একটি নিরাপদ ও ঝুঁকিহীন বিনিয়োগের মাধ্যম বেছে নেন। কিন্তু বর্তমানে বেসরকারি ব্যাংক গুলিতে একাধিক বিনিয়োগের মাধ্যম উপস্থিত থাকা সত্ত্বেও সাধারণ মানুষ নিরাপদ এবং অধিক মুনাফা প্রদানকারী সংস্থায় বিনিয়োগ করতে চান। এই সমস্ত মানুষের জন্য ভারতীয় ডাক বিভাগ নিয়ে এসেছে নতুন ডিপোজিট স্কিম। ভারতীয় ডাক বিভাগ যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান তাই ডাক বিভাগের এই ফিক্সড ডিপোজিট স্কিম সম্পূর্ণ নিরাপদ। বর্তমানে ভারতীয় ডাক বিভাগের ফিক্স জমা স্কিম আকর্ষণীয় হারের সুদ প্রদান করছে। তাই সাধারণ জনগণ বর্তমানে ভারতের ডাক বিভাগের এই ফিক্সড ডিপোজিট স্কিমে আবেদন করছেন। তাই আপনার হাতে কিছু টাকা থাকলে আপনার আগামী ভবিষ্যতের জন্য নিশ্চিন্তে পোস্ট অফিসের ফিক্স ডিপোজিট বিনিয়োগ করতে পারেন।

আজকের প্রতিবেদনে ভারতীয় ডাক বিভাগের ফিক্সড ডিপোজিট স্কিম সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

 Read More : মাত্র ৭৫ টাকায় ২৩ দিন ফ্রী পরিষেবা জিও-র, দেখুন অন্যান্য কোম্পানি আনলিমিটেড অফার – Jio Dhamaka Offer

ডাক বিভাগ ফিক্সড ডিপোজিট স্কিম:

ডাক বিভাগ ফিক্সড ডিপোজিট (ফিডি) স্কিম হলো একটি সঞ্চয় পদ্ধতি, যেখানে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য ডাক অফিসে জমা দেন এবং তার বিপরীতে নির্দিষ্ট সুদ পান। এটি একটি ঝুঁকিহীন এবং সুবিধাজনক বিনিয়োগ স্কিম, বিশেষ করে যারা নিশ্চিত আয় করতে চান তাদের জন্য সবচেয়ে উপযুক্ত। ভারতীয় পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে বিনিয়োগকারীরা ন্যূনতম ৫ লাখ থেকে ১৫ লাখ বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে প্রথমে ৫,০০,০০০ টাকা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে ৫ বছরের জন্য ইনভেস্ট করতে হবে। ডাক বিভাগের তরফ থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে ৭.৫ শতাংশ সুদ প্রদান করা হবে। এই সুদের হার অনুযায়ী ৫ বছর পর ম্যাচিউরিটি অ্যামাউন্ট হবে মোট ৭,২৪,৯৭৪ টাকা।

এই টাকা না তুলে পুনরায় আবার ৫ বছরের জন্য ফিক্সড করুন। তাহলে ১০ বছরে ৫ লাখে সুদের মাধ্যমে টাকার পরিমাণ হবে ৫,৫১,১৭৫ টাকা। তখন আপনার মোট হবে ১০,৫১,১৭৫ টাকা‌। তারপর এই টাকা আবার ৫ বছরের জন্য পোস্ট অফিসে ফিক্সড করতে হবে। অর্থাৎ দুবার ৫ বছরের জন্য ফিক্সড করতে হবে। তাহলে আপনার টাকা মোট ১৫ বছরের জন্য জমা থাকবে এবং ১৫ বছর পরে ম্যাচিউরিটির সময় আপনি ৫ লাখ টাকায় সুদের মাধ্যমে ১০,২৪,১৪৯ টাকা রোজগার করতে পারবেন। সবশেষে আপনার বিনিয়োগের ৫ লাখ টাকা এবং সুদের মাধ্যমে পাওয়া ১০,২৪,১৪৯ যোগ করলে মোট ১৫,২৪,১৪৯ টাকা হবে।

আবেদন পদ্ধতি:

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে অনলাইনে এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন জানাতে পারবেন। এর জন্য আবেদনকারীকে সর্বপ্রথম নিকটবর্তী ডাক বিভাগে শাখায় যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে আবেদনের ফ্রম প্রদান করা হয়। ‌ এই ফর্মটি সংগ্রহ করে আবেদন পত্র নাম ঠিকানা সহ যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আপনার পত্র পূরণ হয়ে গেলে সেটি জমা করার কিছু দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটিভ স্কিমের নাম নথিভুক্ত করতে পারবেন।

ব্যাংকের মতো পোস্ট অফিস বিভাগের এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে সুদের হার একেক সময় পরিবর্তিত হতে থাকে। বর্তমানে পোস্ট অফিস বিভাগের ফিক্সট ডিপোজিট স্ক্রিন গুলিতে এক বছরের অ্যাকাউন্টে ৬.৯% সুদ পাওয়া যায়। দুই বছরের অ্যাকাউন্টে ৭.০%, তিন বছরের অ্যাকাউন্টে ৭.১% সুদ দেয়। ৫ বছরের অ্যাকাউন্টে ৭.৫% সুদ দেয়। অর্থাৎ ফিক্সট ডিপোজিট স্কিমে যত বেশি বছরের জন্য বিনিয়োগ করা হবে তত সুদের পরিমাণ বৃদ্ধি পাবে। পোস্ট অফিস ফিক্সট ডিপোজিট স্কিম সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন।

 Read More :পোস্ট অফিসে ২১ হাজার নিয়োগের রেজাল্ট ২০২৫! কীভাবে ডাউনলোড করবেন? দেখুন -India Post GDS Result 2025

Bongo Sathi
Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.