রাজ্য জুড়ে আবহাওয়ার সতর্কতা জারি! দক্ষিণে 5 জেলায় তাপপ্রবাহ, 3 জেলায় বৃষ্টির পূর্বাভাস – WB Weather Update Today
WB Weather Update Today : চৈত্র মাসের প্রথম দিনে রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রার বিশাল খারাপ লক্ষ্য করা যাচ্ছে। একদিকে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় তাপমাত্রার হিট ওয়েভ প্রবাহিত হলেও অন্য কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় ৫ জেলায় সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি অন্যদিকে তিন জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে বৃষ্টি হোক কিংবা রোদ উভয় ক্ষেত্রেই ছাতা প্রয়োজনীয় বেশ কয়েক জেলায়। চলুন তাহলে আজকের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Weather Update Today
আজ চৈত্র মাসের প্রথম দিন এবং তাতে আবহাওয়ার বিরাট প্রভাব দেখা যাবে সারা রাজ্য জুড়ে। রাজ্যে হিট ওয়েভ থেকে শুরু করে বৃষ্টি উভয় দিক থেকে ছাতা ব্যবহারে অত্যন্ত প্রয়োজনীয় বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় হল হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। জানানো হয়েছে আজ থেকে বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় তাপ প্রবাহ চালু থাকবে। আরো জানানো হয় আগামী দুই তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আরও জানা যায়, এই মূহুর্তে দেশে বিভিন্ন ঘূর্ণবাতের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। যেমন বর্তমানে অসম ও রাজস্থানে এক ঘূর্ণবাদের অবস্থান রয়েছে। এর পাশাপাশি আরও একটি ঘূর্ণবাত অবস্থান লক্ষ্য করা গেছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। আরও একটির অবস্থান অন্ধ্রপ্রদেশ থেকে হরিয়ানা অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত রয়েছে। জানা যায়, ঠিক এই কারনে আজ থেকে ৩ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক এমনটাই জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে আরও জানানো হয় আজ দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় আকাশ পরিস্কার থাকবে, কোনো জেলায় ঝড় বা বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বেশ কয়েক জেলায় আবহাওয়া বেশ শুষ্ক থাকবে যার জেরে তাপপ্রবাহ দেখা যাবে। এই আবহাওয়া বিরাজ করবে আগামী বেশ কয়েকদিন। যতই বেলা বাড়বে তাপমাত্রা ততই বৃদ্ধি পেতে থাকবে এবং আগামী কয়েকদিন সেই তাপমাত্রা বাড়বে পারে ২-৪ ডিগ্রি সেলসিয়াস এর বেশি।
তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় তাপপ্রবাহ দেখা গেলে উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া তার উল্টো হবে। আজ থেকে আগামী তিন দিন উত্তরবঙ্গের বেশ কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুর দুয়ার জলপাইগুড়ি জেলায় এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদি অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় হিটওয়েভ এর সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম , নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।
আরও পড়ুন : পোস্ট অফিসে দ্বিগুণ সুদ! ৫ লক্ষ জমা করলে ১০ লক্ষ করুন – India Post Office Scheme
আমরা সাধারণত এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের খবর নিয়ে আসি যেমন বিভিন্ন ধরনের সরকারের প্রকল্প কিংবা সরকারী ঘোষণা অথবা সরকারি বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পাশাপাশি চাকরির খবর কিংবা ব্যবসার সংক্রান্ত বিভিন্ন আইডিয়া। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এবং উপরোক্ত বিষয়ে খবর পেতে চান? তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট অনলাইনে রেগুলার ভিজিট করতে পারেন।
আরও পড়ুন : মাত্র 593 টাকা জমা করে 1 লক্ষ রিটার্ন, স্টেট ব্যাংক দিচ্ছে দারুণ সুযোগ – SBI Bank Scheme