মাত্র 593 টাকা জমা করে 1 লক্ষ রিটার্ন, স্টেট ব্যাংক দিচ্ছে দারুণ সুযোগ – SBI Bank Scheme

SBI Bank Scheme : একাধিক বীমা সংস্থার নতুন নতুন বিনিয়োগের মাধ্যম উপলব্ধ রয়েছে। তবে সব বীমা সংস্থার বিনিয়োগ করা উচিত নয়। বিশেষ করে বেসরকারি বিনা সংস্থাগুলি বিনিয়োগ করার জন্য সাধারণ জনগণ বিশেষ আগ্রহ প্রকাশ করেন না। ‌ তবে বর্তমানে একাধিক সরকারি ব্যাংকের নতুন নতুন স্কিমের সূচনা করা হয়েছে এই ব্যাংক গুলিতে বিনিয়োগকারীরা চাইলে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। তার মধ্যে অন্যতম সেরা একটি ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এই ব্যাংক ভারতবর্ষের বৃহত্তম ব্যাংক। ‌ বর্তমানে এসবিআই তরফে নতুন স্কিমের সূচনা করা হয়েছে। এটি মূলত রেকারিং ডিপোজিট স্কিম। এখানে বিনিয়োগকারী গ্রাহকেরা ন্যূনতম অর্থ বিনিয়োগ করে লাভবান এর সুবিধা রয়েছে। ‌ তাই আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং নির্দিষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই স্কিমে অর্থ বিনিয়োগ করে তাদের সুবিধা উপভোগ করতে পারেন। তবে এই স্কিম সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে হলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখতে হবে।

sbi bank scheme

SBI রেকারিং ডিপোজিট স্কিম:

এসবিআই রেকারিং ডিপোজিট স্কিম হল বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ স্কিম। এখানে সাধারণ গ্রাহকরা ৫৯৩ টাকা এবং প্রবীণ নাগরিকরা ৫৭৬ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। মেয়াদ শেষে হাতে আসবে ১ লাখ টাকা। এখানে নূনতম ৩ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের সময় অনুযায়ী বিনিয়োগকারীদের সুদ সমেত অর্থ প্রদান করা হবে। এই স্কিমে বিনিয়োগের যোগ্য ব্যক্তিরা সিঙ্গেল অথবা জয়েন্ট একাউন্ট খুলে স্কিমের সুবিধা নিতে পারবেন। তাই সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায়। joint account খুলতে চাইলে ১০ বছর বা তার বেশি বয়সী নাবালক নিজে বা অভিভাবকের সঙ্গে অ্যাকাউন্ট খুলতে পারেন।

বিভিন্ন বছর মেয়াদি আরডি:

  • ৩ বছর মেয়াদি আরডিতে আবেদনকারী সাধারণ নাগরিক দের ২,৫০২ টাকা সিনিয়র সিটিজেন নাগরিকদের ২,৪৮২ টাকা প্রদান করতে হবে।
  • ৪ বছর মেয়াদি আরডিতে সাধারণ নাগরিকদের ১,৮১২ টাকা, সিনিয়র সিটিজেন নাগরিকদের ১,৭৯৩ টাকা প্রদান করতে হবে। ৫ বছর মেয়াদি আরডি সাধারণ নাগরিকদের ১,৪০৯ টাকা, সিনিয়র সিটিজেন নাগরিকদের জন্য ১,৩৯১ টাকা প্রদান করা হবে। ৬ বছর মেয়াদি আরডিতে সাধারণ নাগরিকদের ১,১৩৫ টাকা, সিনিয়র সিটিজেনদের ১,১১৭ টাকা প্রদান করতে হবে।
  • ৭ বছর মেয়াদি আরডিতে সাধারণ নাগরিকদের ৯৪০ টাকা, সিনিয়র সিটিজেন দের ৯২৩ টাকা প্রদান করা হবে। ৮ বছর মেয়াদি আরডিতে সাধারণ নাগরিকদের ৭৯৫ টাকা সিনিয়র সিটিজেনদের ৭৭৮ টাকা প্রদান করতে হবে।
  • ৯ বছর মেয়াদি আরডিতে সাধারণ নাগরিকদের জন্য ৬৮২ টাকা সিনিয়র সিটিজেনদের ৬৬৫ টাকা প্রদান করতে হবে। ১০ বছর মেয়াদি আরডিতে সাধারণ নাগরিকদের ৫৯৩ টাকা, সিনিয়র সিটিজেনদের ৫৭৬ টাকা প্রদান করতে হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে প্রকল্পের সূচনা করা হয়েছে, এই প্রকল্পগুলির মেয়াদ অনুযায়ী একাধিক সুদ প্রদান করা হয়। ৩ ও ৪ বছর মেয়াদের সাধারণ গ্রাহকদের ৬.৭৫ শতাংশ হারে সুদ প্রদান করা হচ্ছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.২৫ শতাংশ। আর ৫ থেকে ১০ বছর মেয়াদের স্কিম গুলিতে সাধারণ গ্রাহকরা ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.০০ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। তাই আপনার পছন্দ অনুযায়ী নির্দিষ্ট স্কিমে অংশগ্রহণ করুন।

 Read more :পোস্ট অফিসে দ্বিগুণ সুদ! ৫ লক্ষ জমা করলে ১০ লক্ষ করুন – India Post Office Scheme

এই স্কিম গুলিতে আবেদনের জন্য আপনাদের নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে। ব্যাংকের শাখা থেকেই আপনাদের আবেদন পত্রের জন্য নাম নথিভুক্ত করা হবে। এছাড়াও এই কৃত্রিম সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী এসবিআই ব্যাংকের শাখায় যোগাযোগ করুন। ব্যাংকের শাখা থেকে আপনাদের প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button