নবান্ন থেকে দিচ্ছে কড়কড়ে ১০ হাজার টাকা! মাধ্যমিক, HS অথবা স্নাতক পাশে আবেদন করুন – WB Govt Nabanna Scholarship

WB Govt Nabanna Scholarship :আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনি কিংবা আপনার পরিবারের কেউ কি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অথবা পাস করে রয়েছে? তাহলে আপনার জন্য দারুন সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কেননা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নবান্ন কর্তৃক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য দেওয়া হচ্ছে বিপুল আর্থিক সাহায্য। সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হবে এই সাহায্য। সাধারণত এই স্কিনের সুবিধা নিতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আগ্রহী অযোগ্য প্রার্থীরা। আসুন তাহলে কিভাবে পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করবেন এই সম্পর্কের বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Nabanna Scholarship 

wb govt nabanna scholarship

প্রথমত এই স্কিমের উদ্দেশ্য কি : 

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যদিও একাধিক স্কিম তৈরি করা হয়েছে তবে প্রত্যেক স্কিমের অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। যে একই মত এই স্কিমের ও একটি বিরাট উদ্দেশ্য রয়েছে। যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পর অথবা আন্ডারগ্রেজুয়েট কিংবা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ইত্যাদি বিভাগে পড়াশোনা করছেন অথবা পাস করে রয়েছেন সেই সমস্ত পড়ুয়াদের জন্য আগামী শিক্ষার অগ্রগতির জন্য এই স্কিম শুরু করা হয়েছে। মেধাবী এবং আর্থিক দিক থেকে অসচ্ছল এমন পরিবারের হয়ে থাকলে এই সিনেমার সুবিধা নিতে পারেন। 

 

রাজ্য সরকার সাধারণত রাজ্যের বিভিন্ন ধরনের জনগণের জন্য বিভিন্ন ধরনের স্কিমের সুবিধা নিয়ে এসেছেন। ছেলে বুড়ো থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত সবার জন্য নতুন নতুন নানা ধরনের উপকারী প্রকল্প নিয়ে এসেছেন মমতা সরকার। এছাড়া বেকারদেরও জননাধরনের প্রকল্প নিয়ে এসেছেন মমতা সরকার। তবে এক্ষেত্রে বাদ পড়ে নিয়ে পড়ুয়ারাও। মমতা সরকার প্রতি পুরুয়াদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা দেওয়ার জন্য নবান্ন কর্তৃক একটি স্কিম শুরু করা হয়েছে। এই স্কিমের নাম দেওয়া হয়েছে নবান্ন স্কলারশিপ। 

 

এই স্কিমে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে

  • প্রথমত প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাসিন্দা প্রমাণের উপযুক্ত ডকুমেন্টস এ আধার কার্ড কিনে ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা অন্যান্য ডকুমেন্টস থাকতে হবে। 
  • তাতে কি অবশ্যই রিসেন্ট পরীক্ষায় পাস করতে হবে এবং তার একাডেমিকটি স্কোর ভালো থাকতে হবে 
  • এক্ষেত্রে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক অথবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা প্রার্থী অথবা পাস করা প্রার্থীরা সুযোগ নিতে পারেন। তবে শতাংশের এর কিছু নিয়ম রয়েছে। 
  • অবশ্যই প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার কম হতে হবে। এর জন্য অবশ্যই তার ইনকাম সার্টিফিকেট দিতে হবে। 

 

অনুদানের পরিমাণ কত : 

এক্ষেত্রে যারা সফলভাবে আবেদন জানাবেন এবং যোগ্য হবেন তাদের অনুমান সাধারণত দেওয়া হয়ে থাকে ১০ হাজার টাকা এবং যারা স্পেশাল করছে যুক্ত হবেন বা তার জন্য স্কলারশিপ নিতে আবেদন জানাবেন সে সমস্ত প্রার্থীদের ১২ হাজার টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি ব্যাংক একাউন্টে প্রদান করা হবে। 

 Read More :SBI-র দারুণ স্কিম! ঘরে বসে প্রতিমাসে পান কড়কড়ে নোটের বান্ডিল, শুধু একবার বিনিয়োগ করে – SBI Bank Scheme

কিভাবে আবেদন জানাবেন

  • এক্ষেত্রে আবেদন করতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। 
  • এরপর সেখানে গিয়ে অ্যাপ্লাই ফর এডুকেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পেজে গিয়ে ক্লিক করতে হবে। 
  • যদি আপনি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে আগে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নম্বর দিয়ে 
  • রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ শুরু করতে হবে 
  • সমস্ত ডিটেইলস ঠিকঠাকভাবে পূরণ করতে হবে 
  • প্রার্থীকে বেশ কিছু জরুরি ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে 
  • এরপর প্রার্থীকে ফাইনাল সাবমিট করে নিতে হবে এবং একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে যার মাধ্যমে আপনি ভবিষ্যতে ট্রেকিং করতে পারবেন 

 

আবেদন করার তারিখ সমূহ : এক্ষেত্রে যদিও সব সময় আবেদন পত্র গ্রহণ করা হয়ে থাকে, তবে আবেদন করতে পারবেন এই বছরের শেষ তারিখ অর্থাৎ ৩১শে ডিসেম্বর পর্যন্ত। 

 

প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন অথবা আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করবেন 

Official Website https://cmrf.wb.gov.in/
Online ApplyClick Here

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button