রাজ্যে হোর্মগার্ডে বিপুল নিয়োগ শীঘ্রই, কারা আবেদন করতে পারবেন? দেখুন বিস্তারিত – WB Govt Upcoming Recruitment
WB Govt Upcoming Recruitment : যারা দীর্ঘদিন যাবৎ চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর, রাজ্যে পুনরায় ৫০০ হোমগার্ড নিয়োগ হতে চলেছে। সামনে ২০২৬ বিধানসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার থেকে বিরোধী দল কোমর বেঁধে নেমে পড়েছেন। সুপ্রিম কোর্টে একাধিক মামলা থাকার কারণে রাজ্যের একাধিক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। ফলে বেকার যুবক-যুবতীদের মধ্যে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ সঞ্চার হয়েছে। তাই রাজ্য সরকার দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণর মাধ্যমে তার ভাবমূর্তি পুনরায় প্রতিষ্ঠা করতে চাইছে। তাই তড়িঘড়ি নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকের প্রতিবেদনে কলকাতা পুলিশের ৫০০ হোম গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।
কলকাতা পুলিসে ৫০০ জন হোমগার্ড নিয়োগ:
রাজ্য পুলিশসহ কলকাতা পুলিশে কর্মীর যথেষ্ট ঘাটতি রয়েছে। তাই একাধিক সময় আইনশৃঙ্খলা রক্ষায় যথেষ্ট বেগ পেতে হয়। তাই সরকার দ্রুত কলকাতা পুলিসে ৫০০ জন হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার নবান্ন থেকে কলকাতা পুলিশের হোম গার্ড নিয়োগ সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছায়। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
রাজ্য সরকারের তরফ থেকে কলকাতার পুলিস কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে জানানো হয়েছে, নতুন ৫০০ হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদ কলকাতা পুলিস এবং রাজ্য পুলিসে বর্তমানে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ মোট ৫০০ জন হোমগার্ড এর মধ্যে ৫০ জন কে কর্মরত সিভিক ভলেন্টিয়ার দের মধ্যে থেকেই নিয়োগ করা হবে। বাকি ৪৫০ জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলেমেয়েদের মধ্য থেকে। ফলে গোটা রাজ্যের কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সামনে আগামীতে পদ উন্নতির নতুন সুযোগ রয়েছে।
আবেদন যোগ্যতা:
হোমগার্ড পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আবেদনকারীদের শারীরিক কিছু মাপ ঝোকের প্রয়োজন রয়েছে। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ছাড় পাবেন। এই সংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তি জারি হলে আপনাদের বিস্তারিত জানানো হবে।
আবেদন পদ্ধতি:
কলকাতা পুলিশের ৫০০ জন হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। যদিও বর্তমানে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে আবেদন প্রক্রিয়ায় শুরু হতে চলেছে। তবে ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হলে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে।
রাজ্যে দীর্ঘদিন যাবত কলকাতা পুলিসে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। ফলে কলকাতা পুলিসের থানা, ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগ কার্যত পুলিসের অভাব দেখা দিয়েছে। অবশেষে ২০২৩-২৪ সালে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তাই এবার হোমগার্ড পদে নিয়োগের ছাড়পত্র প্রকাশিত করা হলো। খুব শীঘ্রই যার আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তাই দীর্ঘদিন যাবত যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারেন। নিয়োগ সংক্রান্ত পরবর্তী আপডেট প্রকাশিত হলে আপনাদের বিস্তারিত জানানো হবে।