রাজ্য শ্রম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB EPFO Job Recruitment

WB EPFO Job Recruitment : চাকরি প্রার্থীদের জন্য পুনরায় নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে শ্রম দপ্তরের অধীনে ( EPFO)।‌ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে EPFO এর তরফে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবে। ‌ আবেদনের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৫৬ বছর।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, বয়স সীমা, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, আবেদন শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। তাই যারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

wb epfo job recruitment

পদের নাম:

EPFO তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

  • • উপ-পরিচালক পদ।
  • • সহকারী পরিচালক পদ।

শূন্য পদের সংখ্যা:

EPFO তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ২৫ টি। এর মধ্যে উপ-পরিচালক (Vigilance) পদে শূন্য পদের সংখ্যা ০৭ টি। সহকারী পরিচালক (Vigilance) পদে শূন্য পদের সংখ্যা ১৮ টি।

বয়স সীমা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি‌ প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৫৬ বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন:

পে লেবেল ১১ অনুযায়ী উপ-পরিচালক (Vigilance) পদে মাসিক বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। সহকারী পরিচালক (Vigilance) পদে পে লেবেল ১০ অনুযায়ী মাসিক বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। এছাড়াও একাধিক সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদ গুলিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড যথাযথ। যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন অথবা নিচের স্ক্রিনশট দেখেনিন।

Recruitment ByEmployment Provident Fund Organisation
PostVigilance Post
QualificationAs Per Official Notification
Application ModeOffline
Last Date Of Application45 day after official notification published
For more detailsCheck Notification

 Read More : ফের BDO অফিসে সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ – WB Govt Job Recruitment

আবেদন পদ্ধতি:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম এর অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে যাচাই করে নিতে হবে।

  • অফিসিয়াল নোটিফিকেশনের নির্দেশ অনুযায়ী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
  • আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আপনাদের EPFO ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করতে।
  • আবেদনপত্র ডাউনলোড করার পর সেটিকে a4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে।
  • আবেদন পত্রে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো প্রদান করতে হবে।
  • আবেদনপত্র পূরণ হয়ে গেলে সেটিকে নিম্নলিখিত ঠিকানায় জমা করতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:

আবেদনপত্র পূরণ হয়ে গেলে চাকরি প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় ডাক বিভাগ অথবা সরাসরি আবেদনপত্র জমা করতে পারবেন।
Sh. Deepak Arya, Regional Provident Fund Commissioner-II (Recruitment/Exam Division), Plate A, Ground Floor, Block II, East Kidwai Nagar, New Delhi-110023.

 Read More :  30 হাজার টাকার ক্রেডিট কার্ড দিচ্ছে মোদি সরকার, এখনই আবেদন করে ফেলুন – Central Govt Scheme

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাঁছাই ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার নথিপত্র এবং কাজের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ পত্র প্রদান করা হবে।

আবেদন তারিখ:

EPFO নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা ২৮ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৪৫ দিন পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন 

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button