পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিপুল কর্মী নিয়োগ শুরু, পশ্চিমবঙ্গেও রয়েছে চাকরির সুযোগ – PNB Bank Job Recruitment

PNB Bank Job Recruitment : যারা দীর্ঘদিন যাবত ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। ভারতের অন্যতম সেরা ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্পেশাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।PNB Bank Job Recruitment

pnb bank job recruitment

পদের নাম সমূহ :

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদের কর্মী নিয়োগ করা হবে।

  1. • অফিসার ক্রেডিট পদ।
  2. • অফিসার ইন্ডাস্ট্রি পদ।
  3. • ম্যানেজার আইটি পদ।
  4. • সিনিয়র ম্যানেজার আইটি পদ।
  5. • ম্যানেজার ডাটা সাইন্টিস্ট পদ।
  6. • সিনিয়র ম্যানেজার ডাটা সাইন্টিস্ট পদ।
  7. • ম্যানেজার সাইবার সিকিউরিটি পদ।
  8. • সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদ।

মোট শূন্য পদ:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ৩৫০ টি। এর মধ্যে অফিসার ক্রেডিট পদে শূন্য পদের সংখ্যা ২৫০ টি, অফিসার ইন্ডাস্ট্রি পদে শূন্য পদের সংখ্যা ৭৫ টি, ম্যানেজার আইটি পদে শূন্য পদের সংখ্যা ০৫ টি, সিনিয়র ম্যানেজার আইটি পদে শূন্য পদের সংখ্যা ০৫ টি, ম্যানেজার ডাটা সাইন্টিস্ট পদে শূন্য পদের সংখ্যা ০৩ টি, সিনিয়র ম্যানেজার ডাটা সাইন্টিস্ট পদে শূন্য পদের সংখ্যা ০২ টি, ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে শূন্য পদের সংখ্যা ০৫ টি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে শূন্য পদের সংখ্যা ০৫ টি।

মাসিক বেতন:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের মাসিক বেতন নূন্যতম ৪৮,৪৮০ টাকা থেকে সর্বোচ্চ ১,০৫,২৮০ টাকা প্রদান করা হবে। মাসিক বেতনের পাশাপাশি চাকরি প্রার্থীদের অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। শূন্য পদ অনুযায়ী মাসিক বেতন কত রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

  • অফিসার ক্রেডিট পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর সহ CA/CMA/CFA/MBA কোর্স সম্পূর্ণ করতে হবে।
  • অফিসার ইন্ডাস্ট্রি পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E./B.Tech ডিগ্রি অর্জন করতে হবে।
  • ম্যানেজার আইটি পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E./B.Tech ডিগ্রি অর্জন করতে হবে।
  • সিনিয়র ম্যানেজার আইটি পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের ৬০% নম্বর সহ M.Tech/MCA ডিগ্রি সম্পূর্ণ করতে হবে।
  • ম্যানেজার ডাটা সাইন্টিস্ট পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E./B.Tech ডিগ্রি অর্জন করতে হবে।
  • সিনিয়র ম্যানেজার ডাটা সাইন্টিস্ট পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের AI/DS নিয়ে মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E./B.Tech ডিগ্রি অর্জন করতে হবে।
  • সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের M.Tech (CS/IT) ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
Recruitment ByPNB Bank Recruitment
Posts NameVarious
QualificationAs Per Post Different
Application ModeOnline
Last Date Of Application13th March 2025

আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়ায় সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতা নথিপত্র গুলি প্রদান করতে হবে। আবেদন পত্র পূরণ হয়ে গেলে আবেদন মূল্য প্রদান করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে বাছাই করা হবে। সর্ব প্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

আবেদন তারিখ:

০৩ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৪ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

Official Notification Download 
Official Website Click Here

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button