40 টাকা জমা করে 25 লাখ রিটার্ন! জীবন বীমার এই স্কিম জানেন তো? – LIC Scheme Update
LIC Scheme Update : বিনিয়োগ কারীদের জন্য সুখবর, লাইফ ইন্সুরেন্স কোম্পানি অর্থাৎ এল আই সির তরফে নতুন এক প্রকল্পের সূচনা করা হয়েছে। যার মাধ্যমে মাত্র 40 টাকা জমা করে পেয়ে যাবেন 25 লাখ টাকা। নিম্নবিত্ত থেকে সাধারণ পরিবারের সকলে প্রকল্পে মাধ্যমে বিনিয়োগ করে পরবর্তীকালে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তাই যে সমস্ত ব্যক্তিরা একটি নিরাপদ আর্থিক বিনিয়োগের পরিকল্পনা করেছেন তারা এখানে বিনিয়োগ করতে পারেন। এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কোম্পানি হল ভারত সরকারের অধীনস্থ একটি বীমা সংস্থা। তাই এখানে আর্থিক বিনিয়োগের ঝুঁকি কম রয়েছে। এছাড়াও আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এখানে বিনিয়োগকারীকে বিশেষ সুবিধা প্রদান করা হয়। LIC Scheme Update
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকলে এই প্রকল্পে আবেদনের সুযোগ পাবেন। নিম্নে LIC নতুন পলিসি সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হলো। তাই যে সমস্ত আগ্রহী ব্যক্তিরা একটি নিরাপদ পলিসিতে বিনিয়োগের কথা ভাবছেন তারা নিম্নলিখিত প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
LIC নতুন জীবন আনন্দ পলিসি:
লাইফ ইন্সুরেন্স কোম্পানি অর্থাৎ LIC তরফে নতুন যে পলিসির সূচনা করা হয়েছে তার নাম হলো এলআইসি নতুন জীবন আনন্দ পলিসি। এই নতুন জীবন আনন্দ পলিসি হল একটি নন-লিঙ্কড লাইফ এন্ডাওমেন্ট প্ল্যান। এই পলিসির মাধ্যমে আপনি মেয়াদপূর্তির পরিমাণের পাশাপাশি আজীবন বীমা কভারেজের সুবিধা পেতে পারেন। মেয়াদপূর্তির সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার পাশাপাশি পলিসি হোল্ডারের মৃত্যুর পর তার পরিবার আর্থিক সুরক্ষা পায়। ন্যূনতম 18 বছর এবং সর্বাধিক 50 বছর বয়সী ব্যক্তিরা এই পলিসি গ্রহণ করতে পারেন।
আবেদন যোগ্যতা:
এলআইসি নতুন জীবন আনন্দ পলিসিতে আবেদন জন্য আবেদনকারীর ব্যক্তির ন্যূনতম বয়স 18 বছর থেকে সর্বোচ্চ বয়স সীমা হল 50 বছরের মধ্যে হতে হবে৷ এর অর্থ 18 বছরের কম বয়সী কিশোর কিশোরী এবং 50 বছরের বেশি বয়সী বৃদ্ধ এই পলিসি কিনতে পারবেন না। এছাড়াও এই প্রকল্প পলিসি হোল্ডারের মেয়াদ পূর্তির সর্বোচ্চ বয়স 75 বছর নির্ধারণ করেছে। এলআইসির পলিসির প্রাপ্ত তথ্য অনুযায়ী LIC নতুন জীবন আনন্দ পলিসির সর্বনিম্ন মেয়াদ 15 বছর এবং সর্বোচ্চ পলিসির মেয়াদ 35 বছর। এই পলিসির অধীনে বেসিক সাম অ্যাসিওরড হল 1,00,000 টাকা এবং সর্বাধিক সাম অ্যাসিওর্ডের কোনও সীমা নেই। অর্থাৎ ১ লক্ষের অধিক যত পরিমাণ সম্ভব বিনিয়োগ করতে পারেন।
25 লাখ টাকার সুবিধা:
LIC নতুন জীবন আনন্দ পলিসির মাধ্যমে বিনিয়োগকারী ব্যাক্তি সর্বোচ্চ 25 লাখ টাকার সুবিধা পাবেন। ধরা যাক এই প্রকল্প 18 বছর বয়সী একজন ব্যক্তি 35 বছরের মেয়াদের জন্য 5 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড করে এই পলিসি নেন তাহলে তার মাসিক বিনিয়োগ দাঁড়ায় প্রায় 1,120 টাকা। বার্ষিক বিনিয়োগে এই টাকার পরিমাণ প্রায় 14,399 টাকা। মোট প্রিমিয়াম হয় 4,93,426 টাকা। এই প্রকল্পের ম্যাচুরিটির সুবিধা সাম অ্যাসিওর্ড 5 লক্ষ টাকা এবং সঞ্চিত বোনাসের পরিমাণ 8.575 লক্ষ টাকা। ফাইনাল অ্যাডিশনাল বোনাস 11.50 লক্ষ টাকা। সব মিলিয়ে মোট ম্যাচুরিটির পরিমাণ 25 লক্ষ টাকা।
এই পলিসি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জানতে চাইলে আগ্রহী ব্যক্তিরা আপনার নিকটস্থ এলআইসি অফিসে যোগাযোগ করুন বা এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন। সেখান থেকে আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। নিম্নে এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।