রাজ্যে জেলায় জেলায় ব্যাংক কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB District Bank Job Recruitment

WB District Bank Job Recruitment :  রাজ্যে চাকরির প্রার্থীদের জন্য জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েক জেলায় নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন কিন্তু নিয়োগ হবে যে সমস্ত জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বা সেই অফিসগুলি রয়েছে সেখানেই। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন জানাতে পারবেন তবে প্রার্থীদের অবশ্যই উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে বহু ধরনের পদে নিয়োগ করা হবে এবং এক এক পদে একাধিক শূন্য পদও রয়েছে। 

 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। নিচে প্রথমে শূন্য পর তারপর তার সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তবে যারা আবেদন জানাতে চাই তারা এই প্রতিবেদনটি ভালো করে পড়ার পরেও যদি কোন অসুবিধা হয় তাহলে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারেন। WB District Bank Job Recruitment 

wb district bank job recruitment

সর্বপ্রথমে শূন্য পদ সম্পর্কে আলোচনা করা যাক :

এক্ষেত্রে বিভিন্ন জেলার সমবায় ব্যাংক কর্তৃক জেলায় জেলায় কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বেশ কয়েক ধরনের শূন্য পদ রয়েছে –

  1. অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক 
  2. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
  3.  সুপারভাইজার
  4.  ক্যাশিয়ার 
  5. লেজার কিপার 
  6. অ্যাসিস্ট্যান্ট গ্রেট ওয়ান ও গ্রেট টু 

 

এই শূন্য পদ প্রত্যেক জেলায় একই নয় এক্ষেত্রে বিভিন্ন জেলায় বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তবে মোট যে ধরনের পদে নিয়োগ করা হচ্ছে তা উপরের গুলি সব। 

 

এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে

যে সমস্ত প্রার্থীরা রাজ্যের বিভিন্ন জেলার সমবায় ব্যাংকের এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম থাকতে হবে স্নাতক পাস। এর পাশাপাশি প্রার্থীদের কিছু পদের জন্য কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 

 

মাসিক বেতন : যদিও বিভিন্ন পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন আলাদা আলাদা হবে, তবে ন্যূনতম পদের জন্য মাসিক বেতন শুরু হবে ২১ হাজার ৮০০ এবং সর্বোচ্চ পদের জন্য নূন্যতম মাসিক বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে শুরু হবে। 

 

 এরপর আলোচনা করা যাক বয়সসীমা সম্পর্কে

অন্যান্য সমস্ত সরকার চাকরির মতো এক্ষেত্রেও বয়সীমা সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বিভিন্ন সংরক্ষিতরা ক্যান্ডিডেট সরকারি বয়স সংরক্ষণ নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমার ছাড় পাবেন। 

Recruitment By District Co-operative Bank 
Post NameVarious ( Like Group C)
QualificationGraduation ( Computer As Per Post Demand)
Age Limit18-40 ( Age Relaxation As Per Govt Rules)
Application ProcessOnline

এরপর আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :

এই নিয়োগে আগ্রহী প্রার্থীদের অনলাইন মাধ্যমে ফরম পূরণ করতে হবে –

  • অনলাইনে আবেদন করতে প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে 
  • তবে আবেদন করার পূর্বে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে যার স্ক্যান কপি তৈরি রাখতে হবে এবং আবেদন চলাকালীন আপলোড করতে হবে 
  • সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে যেখানে ইমেইল এড্রেস এবং মোবাইল নম্বর থাকা জরুরী 
  • এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে 
  • সমস্ত জরুরি তথ্য এবং নির্দেশমতো জরুরি ডকুমেন্টস আপলোড করে ফর্মটিকে পরবর্তী পদক্ষেপে নিয়ে যেতে হবে 
  • এরপর প্রার্থীকে আবেদন মূল্য জমা করতে হবে যা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা হবে 
  • সবশেষে প্রার্থীদের সে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে রাখতে হবে ভবিষ্যতের জন্য 

 

আবেদন মূল্য : এক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য আলাদা আলাদা হবে। অসংরক্ষিত ও ওবিসি দের জন্য আবেদন মূল্য হবে ৬৫০ টাকা এবং এসসি, এসটি দের জন্য আবেদন মূল্য হবে ২৫০ টাকা। 

রাজ্য স্বাস্থ্য দপ্তরে তরফে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB Govt Health Job Recruitment

নিয়োগ কিভাবে করা হবে  

অন্যান্য নিয়োগের মত এক্ষেত্রেও প্রার্থীদের বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমে যাচাই করা হবে। প্রার্থীদের জন্য পরীক্ষা কম্পিউটার পরীক্ষা( যদি প্রযোজ্য হয়) এবং শেষে ইন্টারভিউ নিয়ে যাচাই করা হবে। 

 

আবেদন করার তারিখ সমূহ : এক্ষেত্রে প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ২৮-০১-২০২৫ থেকে ২৭-০২-২০২৫ তারিখ পর্যন্ত। 

নিয়োগের জেলা সমূহ : জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা,নদিয়া, হুগলি ও পুরুলিয়া। 

 

এই প্রতিবেদনে কেবল এই নিয়োগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন। 

 

ডিসক্লেমার : আমরা চাকরিপ্রার্থীদের স্বার্থে বিভিন্ন ধরনের সোর্স থেকে বিভিন্ন চাকরির খবর সঙ্গে অন্যান্য বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। এক্ষেত্রে চাকরি দেওয়া বা চাকরির প্রতিশ্রুতি আমরা দিই না। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিবেদন নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। প্রতারণা থেকে নিজেকে এড়িয়ে চলবেন। ধন্যবাদ

Official Notification Download 
Official Website Click Here

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button