রাজ্য ৬৬৫২ পদে গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে কর্মী নিয়োগ শীঘ্রই, ২৩ জেলা থেকে চাকরির সুযোগ – WB Gram Panchayet Recruitment

WB Gram Panchayet Recruitment : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পূর্বেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছিল এবার আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের পালা। আসন্ন বিধানসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার তড়িঘড়ি করে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল। যার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। তাই এখনও যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি তারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

নিম্নে গ্রাম পঞ্চায়েতের কোন কোন বিভাগের কর্মী নিয়োগ করা হবে, আবেদনের যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ পদ্ধতি প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

Wb gram Panchayet recruitment

পদের নাম:

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে গ্রাম পঞ্চায়েতের একাধিক বিভাগে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে।

গ্রাম পঞ্চায়েত বিভাগ

  1. • নির্বাহী সহকারী পদ।
  2. • গ্রাম পঞ্চায়েত কর্মী পদ।
  3. • নির্মাণ সহায়ক পদ।
  4. • সহায়ক সচিব পদ।

২. পঞ্চায়েত সমিতি বিভাগ

  1. • অ্যাকাউন্টস ক্লার্ক পদ।
  2. • ব্লক ইনফরমেটিক্স অফিসার পদ।
  3. • ক্লার্ক-কাম-টাইপিস্ট পদ।
  4. • ডেটা এন্ট্রি অপারেটর পদ।
  5. • পিয়ন পদ।

৩. জেলা পরিষদ বিভাগ

  1. • অতিরিক্ত হিসাবরক্ষক পদ।
  2. • সহকারী ক্যাশিয়ার পদ।
  3. • ডেটা এন্ট্রি অপারেটর পদ।
  4. • জেলা তথ্য বিশ্লেষক (ডিআইএ) পদ।
  5. • গ্রুপ-ডি পদ।
  6. • নিম্ন বিভাগের সহকারী পদ।
  7. • স্টেনোগ্রাফার পদ।
  8. • সিস্টেম ম্যানেজার পদ।
  9. • কর্ম সহকারী পদ।

বয়স সীমা:

রাজ্য সরকারের তরফে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য পদ অনুযায়ী ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। তবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীরা যদি কোন স্বীকৃত বিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস থেকে স্নাতক পাশ করে থাকে তাহলে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরি প্রার্থীদের সর্ব প্রথম গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আবেদন ফি জমা করলে চাকরি প্রার্থীদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদন ফি প্রদানের ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় প্রদান করা হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

  • ১. জন্ম তারিখ যাচাইয়ের জন্য মাধ্যমিক এডমিন কার্ড অথবা জন্ম প্রমাণপত্র।
  • ২. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট।
  • ৩. সংরক্ষণের সুবিধা নিতে চাইলে আবেদন কারীদের জাতিগত শংসাপত্র।
  • ৪. সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • ৫. আবেদন কারির সই-এর স্ক্যান কপি।

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে সর্বপ্রথম একটি লিখিত পরীক্ষা আয়োজন করা হয়েছে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। গ্রাম পঞ্চায়েত এই নিয়োগ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলেও আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হলে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

Official Website : Click Here

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button